Bjp

বিজেপির আলাদা প্রার্থী ,কংগ্রেসের আলাদা প্রার্থী

একই বুথ থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।

অথচ প্রচারে দেখা যাচ্ছে হোডিং পড়েছে বিজেপি কংগ্রেস জোটের

এদিকে তা জানেনা বিজেপি বা কংগ্রেস কেউই

তবে কি?

উপরে উপরে দ্বন্দ্ব দেখালেও ভেতরের রয়েছে আঁতাত

বাম কংগ্রেসের পর বাজারে এবার রাম কংগ্রেস

 

সমবায় সমিতিগুলির ভোটে নতুন ট্রেন্ড তৈরি হয়েছিল রামবাম জোট ,তারপর আবার বাম কংগ্রেস। জোটের প্রার্থী দিয়ে বিরোধীদলকে হারাবার জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটে ও মনোনয়ন জমা করেছে প্রার্থীরা। সেসব ক্ষেত্রে দুইদলের সর্বসম্মতিক্রমে জমা করা হয়েছে মননয়নপত্র ।

 

তবে বনগাঁ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের আড়াইশো নম্বর বুথে দেখা গেল অন্য চিত্র ।এখানে তৈরি হয়েছে রাম কংগ্রেস জোট অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস প্রার্থী একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বেন পঞ্চায়েতে। তবে এই জোটের কথা জানেই না কংগ্রেস বিজেপি । অথচ পাড়ায় পাড়ায় পড়ে গিয়েছে পোস্টার।

Byte0:18-0;29 holud

0;00-0;10 ssarii

 

সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রাম এলাকায় বিজেপি প্রার্থী হিসেবে জানিয়েছেন শিল্পী বালা ।অন্য দিকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন পবিত্র সরকার । আলাদা আলাদা ভাবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা অথচ এলাকায় বিজেপি ও কংগ্রেসের প্রার্থীদের ছবি ও সিম্বল দিয়ে বেশ কিছু জায়গায় দেওয়াল লেখা হয়েছে এবং বাগানগ্রাম বাজারে ব্যানার লাগানো হয়েছে। সেখানে দুই দলের প্রার্থীদের জোট প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে ৷ তাতেই কার্যত অবাক হয়ে গিয়েছে স্থানীয় বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ . ।

 

0;00-0!;10lal tip

এই ব্যানারে লিখিত বিষয়ে কতখানি সত্যি এই বিষয়ে কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে তারা জানান এই বিষয়ে তারা কিছুই জানেন না। কেউ ইচ্ছাকৃত এমন কাজ করে থাকতে পারে বলে ধারণা তাদের।

 

অন্যদিকে বিরোধী দুই দলের এই কাণ্ড দেখে চুপচাপ বসে থাকেনি তৃণমূলও।

তৃণমূল প্রার্থী সবিতা রানী বিশ্বাস অবশ্য বলেন, আমার বিরুদ্ধে লড়ার জন্য কংগ্রেস আর বিজেপি জোট করেছে তাতে কোন লাভ হবে না।

Byte0;13-0;33

একদিকে যখন এই পোস্টার নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে এলাকায় ঠিক তখনই রীতিমতো হর্নেময় খোঁজা হচ্ছে কারা করলো এমন যার উত্তর এখনো পাওয়া যায়নি


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *