Kobol

দুর্ঘটনায় কবলে

চোখের সামনে দেখেছে বন্ধুকে মৃত্যুর মুখে

গুরুতর জখম হয়েছে বন্ধু

সাহায্যের হাত চাইলেও উপায় নেই

কেউ বোঝে না তাদের ভাষা

রাস্তার ধারেই পড়ে রইলো তারা

বন্ধু না চোখ মেলা পর্যন্ত নির্জলা উপোস আরেক বন্ধুর

মানুষের বন্ধুত্ব কেও হার মানাবে দুই গরুর বন্ধুত্ব।

 

মানুষের সমাজের সবথেকে জটিল জীব । মানুষের ভালোবাসা ,মানুষের শত্রুতা, মানুষের বন্ধুত্ব। এই নিয়ে কম মিসাল তৈরি হয়নি। তবে এ সমাজে এমনও অনেক অবলা জীব রয়েছে যাদের ভালবাসা, যাদের বন্ধুত্ব কখনো তাদের শত্রুতা দেখে মানুষও বলতে বাধ্য হয়েছে সত্যি একেই বলে বন্ধুত্ব। রাস্তার ধারে অবলা জীব যারা বলতে পারেনা কথা, যাদের কথা বুঝিনা আমরা তারাই নজির গরল বন্ধুত্বের । তাদের গল্প শুনলে মনে হবে সত্যি একেই বলে আদর্শ বন্ধুত্ব । জানা যায়,অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আট নম্বর কালীবাড়ি মোড়ে রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় আহত হয় দুটি গাড়ি। এরপর হাটতে না পেরে, রাস্তার পাশেই বসে পড়ে অবলা প্রাণীটি। সকাল হতেই স্থানীয় মানুষজন দেখতে পান গুরুতর আহত অবস্থায় গরুটি বসে রয়েছে রাস্তার ধারে। আর তা ঠিক পাশেই বসে আরেকটি গরুও। হাজার চেষ্টা চরিত্র চালালেও অন্য গরুটিকে কোনমতেই ওঠানো যাচ্ছে না আহত গরুটির পাশ থেকে। এক দৃষ্টিতে বন্ধুর দিকে দেখছে সে। আর এই দৃশ্য দেখেই কার্যত খানিক অবাক হয় স্থানীয় বাসিন্দারা ।এখানেই শেষ নয় এরপর যে কান্ড ঘটে তাতে আরো আশ্চর্য হয় বাসিন্দারা।

0:00-0! 17-0;28 holud

স্থানীয় বাসিন্দারা আহত গরুটিকে চিকিৎসা করানোর আগে পর্যন্ত গরুটি জল পর্যন্ত মুখে নেয়নি যা দেখে কার্যত অবাক তারা . .

Byte0! ;018 khoyeri

 

দুই গরুর এমন বন্ধু তো দেখে চোখে জল আসে এলাকাবাসীর ।তবে তা খানিক সামলে নিয়েই অসুস্থ গরুটির চিকিৎসা করতে তৎপরতা দেখায় এলাকার লোকেরা।

স্থানীয়রা জানান, বন্ধুত্বের এমন নজির দেখেই চাঁদা তুলে আহত গরুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। গরুটিকে চিকিৎসকের পরামর্শ মত একাধিক ইনজেকশন ও ওষুধ খাওয়ানো হয়। কিছুটা সুস্থ হলে গরুর খাবার এনে খাওয়ানো হয় আহত গরুটিকে ।

Byte0;17-0;55

জানা গিয়েছে এর আগেও একাধিক বার রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেছে অবলা জীবদের ।রাতে চার চাকা হোক কিংবা দু চাকার দৌরাত্মের কথা জানানো হয়েছে প্রশাসনকে। রাতের অন্ধকারে অবলা জীবরা রাস্তা পারাপার করে সে সময় জোরে গাড়ি গেলে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সেই নিয়ে ইতিমধ্যেই আবারও যানবাহন নিয়ন্ত্রণের উপর নজর দিতে আবেদন করা হয়েছে তা নিয়ে প্রশাসনকে।

তবে তাদের এই পরম বন্ধুত্ব, ভালোবাসা দেখে সত্যি অনেক কিছু শেখার আছে জানার আছে। তাই মনে করছে সাধারণ মানুষ।

1;08-10;9

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *