Dol

বিরোধীদলদের পতাকা বিক্রি করছে এই তৃণমূল প্রার্থী

দোকানে যেমন রয়েছে বামেদের পতাকা তেমনি রয়েছে বিজেপি তেমনি রয়েছে তৃণমূলের

সকাল দশটায় দোকান খোলবার পর থেকে বিকেল পর্যন্ত বিরোধীদের সাথেই ওঠাবসা করেন তিনি

পেট চালাতে বিজেপি বামেদের পতাকা বানাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী

 

 

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার পর্ব আর সেই প্রচার পর্বেই বিভিন্ন রকম প্রচার পদ্ধতি নিয়েই শুরু হয়েছে প্রচার। ফেস্টুন ,পোস্টার সোশ্যাল মিডিয়া মারফত চলছে পঞ্চায়েত ভোটের প্রচার প্রচারে প্রার্থীদের মনোবল বাড়াতে পাশে দাঁড়াচ্ছেন দলের মাতারাও এমত অবস্থায় সবচেয়ে প্রাগৈতিহাসিক যে পদ্ধতি প্রচারের তা হল পতাকা লাগানো। তার জন্য দরকার প্রচুর পতাকা শুরু হয়েছে গ্রাম ময় পতাকা লাগানো একদিকে যখন নিজেদের নিজেদের দলীয় পতাকা লাগাতে ব্যস্ত পঞ্চায়েত প্রার্থীরা তখন এই তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী নিজের বিরোধী দলের প্রার্থীদের জন্য তৈরি করছেন পতাকা। কখনো বিজেপি কখনো সিপিএম সকাল থেকে বিরোধী প্রার্থীদের সাথেই চলছে তার বার্তালাপ। চলছে বিক্রিও।

 

 

পান্ডুয়ায় বৈঁচীতে অবশ্য ছবিটা একদমই আলাদা বাটিকা বৈঁচী গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার তৃনমূল প্রার্থী হয়েছেন দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুয়া।বৈঁচী রেলগেট সংলগ্ন বৈঁচী কালনা রাস্তার ধারে তার স্টেশনারি দোকান।সেই দোকানে বিক্রি করেন রাজনৈতিক দলের পতাকা।তৃনমূল বিজেপি সিপিএম সব দলের পতাকা টাঙানো রয়েছে দোকানে।

Byte2:011+2:22

সকাল থেকে রাত্রি পর্যন্ত কখনো বিজেপি নেতা কখনো আসছে বামেদের নেতারা। গ্রামে তার দোকানেরই পতাকা সবচেয়ে পছন্দ বিরোধীদল দলেদের। পঞ্চায়েত ভোটের আগে তাই তৃনমূল প্রার্থীর দোকান থেকে পতাকা কিনতে সমস্যা নেই বিজেপি সিপিএম এর।আবার নিজে তৃনমূল হয়ে বিরোধীদের পতাকা বিক্রি করতে অসুবিধা নেই বাবুয়ার।তিনি বলেন,সব দলের পতাকা বিক্রি হচ্ছে।তবে তৃনমূলের একটু বেশি। তবে একদিকে যখন তৃণমূল বিজেপির এবং বামেদের দ্বন্দ্ব কাটতেই চাইছে না। ঠিক তখনই তৃণমূলের এই প্রার্থীর এ্ হেনো কাজ রীতিমতো সাড়া ফেলেছে এলাকায় তবে দিব্যেন্দু বাবু এ বিষয়কে গুরুত্ব দিতে নারাজ। তার দাবি রাজনীতি রাজনীতির জায়গায় আর ব্যবসা-ব্যবসার জায়গায় এই ব্যবসায়ী তাকে অন্য যোগায় যে পথে লোকে আসছে সে পথ কি বন্ধ করা যায় তা হোক না বিরোধীদের পতাকা বিক্রি করে।

Byte:0;00-0;39

বিজেপির দেবপ্রসাদ চক্রবর্তী বলেন,

Byte0;08-0;29

সিপিএমের প্রদীপ সাহা বলেন,

Byte0;30-0;33


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *