একই মাথার ছাদ ,একই হেঁসেল
অথচ তারাই আবার বাড়ির বাইরে প্রতিদ্বন্দ্বী
একজন ঘাসফুল তো অন্যজন পদ্মফুল
পঞ্চায়েত নির্বাচনে এবার দুই জা হল দুই প্রতিদ্বন্দ্বী
সাপে নেউলের সম্পর্ক এবার রাজনীতিতেও
কোন বৌমা প্রিয়?
না কোন দল?
কি দেখে ভোট দেবে পরিবার?
হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের গোপিনগর গ্রামের ১৪৫ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থী তরুছায়া এবং দিপালী. । একে তো দুজন মহিলা প্রার্থী তার ওপর দুজনেই একই পরিবারের বউ। বড় বউ তরুছায়া তৃণমূল প্রার্থী ,ছোট বউ দিপালী বিজেপি প্রার্থী । নিজেদের নিজেদের জীবনে প্রথমবার রাজনীতির ময়দানে নেমেছেন তারা । পঞ্চায়েত প্রধানের লড়াইয়ে। তাই কার্যত জা সম্পর্কের বাইরে তাদের রয়েছে অন্য পরিচয় আর তা মোটেই বন্ধুত্বপূর্ণ নয় একে অপরের প্রতিদ্বন্দ্বী ।
Byte0;00-0;16Tmc
0:33-0;45bjp
দুজনেই এবছর প্রথম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দিতায় নেমেছেন।রাজনীতির লড়াইয়ের দুজনেই প্রচার চালাচ্ছেন জোর কদমে।সংসারের কাজ সামলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারছেন দুবেলা।তবে প্রচারের মাঝে দেখা গেল দুই জা থুরি দুই প্রতিদ্বন্দ্বি খোশমেজাজে চায়ের কাপ নিয়ে গল্প করছেন।এমনকি রান্না ঘরের হেঁশেলে যাদের সম্পর্ক স্বাভাবিক ,তারা বলছেন প্রতিদ্বন্দ্বিতা তো বাড়ির বাইরে বাড়ির ভেতর আমাদের রয়েছে পারিবারিক সম্পর্ক তবে এই নিয়ে অনেকেই কটাক্ষ করে বলছে বিজেপি তৃনমূল পরস্পরের বিরোধী । কার্যত আদায় কাঁচ কলায় সম্পর্ক তাদের দুজনের দু দলের প্রার্থী হলে তাদের সম্পর্কে কি চিড় ধরবে না?
তারা জানান তরুছায়া দিপালীর সম্পর্কটা মোটেও সাপে নেউলে নয়।
Byte0;48-0;55 bjp
0;30-0! 37 tmc
তবে এক পরিবারের দুজন প্রতিনিধি তাও আবার ভিন্ন দলের পরিবারের লোকেরা কাকে মোটা দেবে? প্রিয় বৌমা না দলের রঙ কি দেখে হবে ভোট?
†
Leave a Reply