বিদ্যালয় প্রাঙ্গনে ঢুকে পড়েছে চার পেয়ে।
স্কুল চলা অবস্থাতেই বিদ্যালয় প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে সে।
কখনো এপার, কখনো ওপার
বেরিয়ে আসছে কাটা জিভ
কিছু খুঁজে সে।
যে কোন মূহুর্তে হতেই পারে বিপদ।
এটা কি?
চোখ দুটো মার্বেল যেন ।
কোথা থেকে এল সে?
বিদ্যালয় ভর্তি বাচ্চা
কি হবে এবার?
চরম চাঞ্চল্য ব্যান্ডেলে।
বিদ্যালয়ে আতঙ্ক। বিদ্যালয়ের ভেতর চার পেয়ে যন্তু। মৃত নয় ,একেবারে জ্যান্ত !এবার বিদ্যালয় এর ভেতর ঢুকে পড়ল আস্ত গোষাপ । ব্যান্ডেলের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের এদিন আস্ত গোষাপ ঘুরে বেড়াতে দেখা যায়। চোখে পড়ে বিদ্যালয়ের ই কিছু কর্মীর । সকাল বেলা উঠেই বিদ্যালয়ে তখন চলছিল ক্লাস হঠাৎ তখনই দেখা যায় মিটার বক্সের উপর পড়ে রয়েছে বিশাল আকৃতির কিছু। কিছু বুঝে উঠবার আগেই আঁতকে ওঠেন কর্মীরা। তারপর খানিক সাহস করে সামনে যেতেই বুঝতে পারেন এটি একটি গোসাপ। স্কুল ভর্তি বাচ্চারা দেখতে পেলেই আতঙ্কিত হয়ে পড়বে । এ কথা ভেবেই সত্তর খবর দেয়া হয় সর্প বিশারদ ব্যান্ডেলেরই বাসিন্দার চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পেয়ে তিনিই সত্তর ছুটে আসেন বিদ্যালয়।
Byte0;00-0;30
সর্প বিষারদ আসবার পর সাপের প্রকৃতি বুঝে তাকে ছেড়ে দেয়া হয় । তিনি জানান এই গোসাপ ক্ষতি করে না মানুষের। তাই মানুষের জন্য মোটেই হানিকারক নয় এই গোসাপ। বৃষ্টির কারণে নিজের বাসস্থান ছেড়ে বিদ্যালয় ঢুকে পড়েছেন বলেই মনে করছেন তারা।
∼Byte;0;57-1;17
Leave a Reply