বাড়ি ফেরার পথে নিখোঁজ তন্ত্রসাধক।
পরিবারের উদ্দেশ্যে ফিরতে গিয়ে মাঝপথে উবে গেলেন জল জ্যান্ত মানুষ।
৩০ বছর ধরেই শক্তি সাধনা।
তন্ত্র বিদ্যাতে দক্ষতা
কোথায় হারিয়ে গেলেন তিনি।
হঠাৎই তার নিরুদ্দেশের পিছনে কারণ কি।
পঁয়ষট্টি বছর বয়সী নন্দদুলাল কুন্ডুর বাড়ি শান্তিপুর বড়বাজার স্ট্রিট চরজিজিরায়। ৩০ বছর আগে থেকেই শক্তি সাধনা করছেন তিনি । বিভিন্ন শক্তি পিঠই তার বাসস্থান। শক্তির পূজারী তিনি। কখনো গঙ্গাসাগর কখনো তারাপীঠ নিজের জীবনটা কাটিয়েছেন ঘুরতে ঘুরতেই। সংসারের মায়া ত্যাগ করে সে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন শক্তির আরাধনায় । সেই জগৎ থেকে বাস্তবের জগতে ফিরে আসার মাঝেই হারিয়ে গেলেন তন্ত্রসাধক।
Byte-1;16-1;32
জীবনে বেশিরভাগ সময়টাই বিভিন্ন জায়গায় ঘুরলেও শান্তিপুরের বাড়িতে রয়েছে তার স্ত্রী পুত্র কন্যা। সারা বছরের মধ্যে একবারই তিনি আসেন তাদের সঙ্গে দেখা করতে। ছমাস আগে বাড়িতে ফিরছি বলেই রওনা দিয়েছিলেন কামাখ্যার মন্দির থেকে । এরপর কামাখ্যা থেকে রওনা দেন ট্রেন পথে, ব্যস তারপর আর নেই কোন খোঁজ) ।
Byte0;42-0;57
।তবে তার কাছে কোন মোবাইল না থাকার কারণে পরিবারের পক্ষ থেকে কোন যোগাযোগ করা অসম্ভব হয়ে ওঠে। বেশ কিছু দিন হতেই পরিবারের লোকের চিন্তা বাড়ে। খোঁজ খবর চালানো শুরু করেন তারা। অবশেষে কোন খবর না পেয়ে, পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানা একটি লিখিত নিখোঁজ ডায়েরি করা হয়.।
Byte
- বাবা ফেরেনি বহু দিন হল। বাবাকে দেখতে মন চায়। এখন শুধু একটাই অনুরোধ পরিবারের যেভাবে হোক ফিরুক বাবা। সোশ্যাল মিডিয়া হোক কিংবা অন্য কোন পথে ঘরে ফিরুক সে।
Leave a Reply