ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী মন্ত্র! জপ করলেই সাফল্যের গ্যারাণ্টি, মিলবে ১০ দেবতার প্রাণঢালা আশীর্বাদ

ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী মন্ত্র! জপ করলেই সাফল্যের গ্যারাণ্টি, মিলবে ১০ দেবতার প্রাণঢালা আশীর্বাদ

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র!
জপ করলেই সাফল্যের গ্যারাণ্টি!

ভক্তি ভরে জপলেই পাবেন
১০ দেবতার আশীর্বাদ!

বিপদ থেকে উদ্ধার পেতে
সাফল্য ও সমৃদ্ধি ঘটাতে
রোজ জপুন বিশ্বের প্রাচীন এই মন্ত্রটি!

কি সেই মন্ত্র
যা এত প্রভাবশালী?

জ্যোতিষ ও হিন্দু শাস্ত্রে মন্ত্রের গুরুত্ব অধিক। মন্ত্র মানেই হল একটি তন্ত্র দ্বারা নিজেকে বেঁধে ফেলা। হিন্দু শাস্ত্রে মন্ত্রকে অনেক শক্তিশালী মানা হয়। মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে যা বিপদ ও দোষ কাটিয়ে দিতে সক্ষম। শুধুমাত্র মন্ত্র জপ করেই বড় বড় সাফল্য অর্জন করা সহজ হয়ে ওঠে। হিন্দু শাস্ত্রে একাধিক মন্ত্র রয়েছে। তার মধ্যে একটি মন্ত্র রয়েছে যেটি অনেক শক্তিশালী ও জাগ্রত। একে মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন মন্ত্র হিসেবে মানা হয়। এই মন্ত্রের ধারে কাছে নেই অন্যান্য মন্ত্রগুলো। এই মন্ত্রটি যেমন, তেমন ভাবে জপ করলেও বিপদ। সঠিক নিয়ম না জেনে এই মন্ত্র জপ করলে মঙ্গলের থেকেও অমঙ্গল বেশি হবে। জীবনে সুখ আর সমৃদ্ধি পেতে চাইলে মন্ত্রটি সম্পর্কে জানুন-

শক্তিশালী এই মন্ত্রটি হল ‘ওম’। ব্রক্ষ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। শাস্ত্র মতে, এই মন্ত্র উচ্চারণ করলে স্বয়ং ভগবানও জেগে ওঠেন। যারা মন থেকে সঠিক ভাবে এই মন্ত্র উচ্চারণ করেন, তারা এই মন্ত্রের শক্তি অনুভব করতে পারেন।

কীভাবে উচ্চারণ করবেন এই মন্ত্র?

এই মন্ত্রটি অনেকেই ভুল ভাবে উচ্চারণ করেন। এর সঠিক উচ্চারণ জানতে হলে, প্রথমে গঠন শৈলী জানতে হবে। এই মন্ত্রটি গঠিত হয়েছে- ও, উ আর ম এই তিন বর্ণের সহযোগে। এই তিন অক্ষরে মিলেই ওম উচ্চারণ হয়। ওম শব্দের সৃজন, পালন এবং সংহার। এই মন্ত্র সঠিক ভাবে জপ করলে ঈশ্বরকে পাওয়া যায়।

কখন ওম মন্ত্র জপ করবেন?

চেষ্টা করুণ ভোর ৪ টের সময় ওম মন্ত্র করার। এই সময় ব্রক্ষ্ম মুহূর্ত থাকে। তাই এই বিশেষ সময়টিতে ওম মন্ত্র জপ করলে ভগবান সন্তুষ্ট হন। তিনি কৃপা করেন।

ওম মন্ত্র জপের উপকারিতাঃ

এই মন্ত্র জপ করলে সুখ, সমৃদ্ধি যেমন ঘটে তার পাশাপাশি এই মন্ত্রের আরও অনেক উপকারিতা রয়েছে। ওম মন্ত্র জপ করলে শ্বাস কষ্টের রোগ দূর হয়। হৃদযন্ত্র ভালো থাকে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *