জানেন রাজন্যা হালদারের শিক্ষাগত যোগ্যতা কত? পড়াশুনোয় তুখোড়, মেধাবী, পেয়েছেন বড় বড় ডিগ্রী
জানেন রাজন্যা হালদারের
শিক্ষাগত যোগ্যতা কত?
পড়াশুনোয় তুখোড়!
ছোট্ট থেকে মেধাবী!
গবেষণা করছেন
নামী বিশ্ববিদ্যালয় থেকে!
পেয়েছেন কৃতি ছাত্রীর খেতাব
অর্জন করেছেন বড় বড় ডিগ্রী
অগ্নিকন্যার
পড়াশুনোর লেভেল শুনলে
আঁতকে উঠবেন!
২১ জুলাইয়ের মঞ্চে নতুন মুখ রাজন্যা হালদার। যাকে নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে কেবলই রাজন্যা। ২১ এর মঞ্চে যেখানে বড় বড় দুঁদে বক্তারাও সুযোগ পাই না, সেখানেই সুযোগ পেয়ে যায় রাজন্যা। তাও আবার মুখ্যমন্ত্রী নিজে সিলেকশন করে দাঁড় করিয়েছেন এই বঙ্গ তনয়াকে। টানা ১০ মিনিট ঝর ঝরে বাংলায় ভাষণ দেয় এই অগ্নিকন্যা। চোখা চোখা বাক্যবাণে বাজিমাত দেয় সায়নীকেও। শব্দ চয়নেই প্রমাণ মেলে শিক্ষা দীক্ষায় যথেষ্ট মার্জিত এই যুবনেত্রী। একনজরে দেখুন রাজন্যা হালদারের শিক্ষাগত যোগ্যতা –
এক,
সোনারপুরের মেয়ে রাজন্যা। আদ্যোপান্ত রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা। ফলে রাজনীতির প্রতি একটা টান পরিবার সুত্রেই পেয়ে যায়। ছোট বেলা থেকেই পড়াশুনোয় তুখোড়। মেধাবী ছাত্রী হিসেবেও যথেষ্ট নাম ডাক রয়েছে।
দুই,
রাজন্যা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কলকাতা থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকেই পিএইচডি করছেন। পাশাপাশি বাংলা বিভাগেও গবেষণার কাজ করছেন।
তিন,
পড়াশুনোর পাশাপাশি গানেও পারদর্শী । তার নিজস্ব একটি গানের দলও রয়েছে। সুকণ্ঠী রাজন্যা ভালো গানও করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি জয়ী ব্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছে এই তরুণী।
চার,
পড়াশুনো, গান বাজনা তো গেল, তার সাথে রাজনীতিতেও সমান ভাবে সক্রিয়। ২০১৭ সালে রাজনীতিতে যোগ দেয়। এই মুহূর্তে রাজন্যা দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল ছাত্র যুব সংগঠনের সহ-সভাপতির পদে যুক্ত। রাজন্যার হাত ধরেই প্রেসিডেন্সিতে গড়ে ওঠে ছাত্র পরিষদের সংগঠন। মূলত এখান থেকেই আলাদাভাবে পরিচিতি লাভ করে রাজন্যা হালদার।
Leave a Reply