মোদীর ১টি চালে পেটে টান আরব আমেরিকার! ক্ষিদের জ্বালায় জ্বলে পুড়ে ছাই, ঠিক কি ঘটেছে?
মোদীর ১টি চালে পেটে টান
আরব আমেরিকার!
ক্ষিদের জ্বালায়
জ্বলে পুড়ে ছাই!
শুরু হল ছটফট!
হাঁ হুতাশ!
ভারত ছাড়া অচল দুই দেশ!
ঠিক কি ঘটেছে?
ভারতের একটিমাত্র সিদ্ধান্ত যে, কোনও দেশের খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে কখনও ভেবেছেন? নাহ ভাবলে এবার ভাবুন। ভারত যে কতটা শক্তিশালী সেটাই এবার জানতে পারবেন ধীরে ধীরে। ভারতের উপর বহু দেশ খাদ্যের জন্য নির্ভরশীল। সেই সব দেশ পারমাণবিক অস্ত্র থেকে অর্থ সবেতেই বলীয়ান। কিন্তু এরপরেও পেট চালাতে ভারতের উপর ভরসা করে। এবার সেই সমস্ত দেশগুলোই ভারতের একটি পদক্ষেপের জন্য ফেঁসে গেছে। রীতিমত পেটে টান পড়েছে দেশগুলোর। এদের মধ্যে রয়েছে আমেরিকা থেকে আরব আমিরশাহীর মত বড় বড় দেশ।
ঠিক কি ঘটেছে?
আমেরিকা ও আরব আমিরশাহীতে অগণিত ভারতীয় নাগরিক বসবাস করে। সেখানে থাকলেও তাদের খাদ্য তালিকায় ঠাঁই পায় ভাত। এই ভাতের জন্য চালের জোগান দেয় ভারত। ভারত থেকেই সেই সব দেশে চাল রপ্তানি হয়। কিন্তু এই মুহূর্তে চাল রপ্তানিতে হ্রাস টেনেছে ভারত। এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটি বড় কারণ রয়েছে। সেটি হল, সাম্প্রতিক সময়ে ভারতে, টানা বৃষ্টির জেরে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে ভারত নিজেই চাল উৎপাদন করতে ব্যর্থ। দেশের মানুষের জন্য পর্যাপ্ত চাল সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বাইরের দেশের চালের জোগান দেওয়া সহজ কথা নয়। তাই এই সব দেশে চাল রপ্তানির ক্ষেত্রে ভারত বেশ কিছু নিয়ম আরোপ করেছে।
এর প্রভাব কতটা পড়ছে?
এর ফলে ব্যাপক প্রভাব পড়েছে আমেরিকা ও আরব আমিরশাহীতে। সেখানকার সুপার মার্কেটগুলোতে চালের দাম বেড়েছে। চাহিদার সাথে সামঞ্জস্য হারিয়েছে জোগানের ভারসাম্য। চাল কেনার জন্য সেখানকার ভারতীয়দের মধ্যে লম্বা লাইন। সামাজিক মাধ্যমেও ভাইরাল সেই সব দৃশ্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ রুপ ধারণ করেছে যে, একটি পরিবার কেবল মাত্র একটি চালের প্যাকেট কিনতে পারবে। এমন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
Leave a Reply