আধার, PAN কার্ড অতীত, আসছে আরও বড় ডকুমেন্ট! স্কুল, কলেজ, চাকরি সর্বত্র চাইবে এই সার্টিফিকেট, বড় পদক্ষেপ মোদীর
আধার, PAN কার্ড অতীত!
আসছে আরও বড় ডকুমেন্ট!
এটাই হবে
সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ নথি!
স্কুল, কলেজ, চাকরি
সর্বত্র চাইবে এই সার্টিফিকেট!
বড়সড় পদক্ষেপ নরেন্দ্র মোদীর
কি এই ডকুমেন্ট?
এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে বড় পরিচয় পত্র আধার কার্ড। দেশের যে কোনও পরিষেবা পেতে সবার আগে লাগে এই কার্ডটি। জন্ম, পরলোক গমন, বিয়ে সবেতেই আধার কার্ড মাস্ট। আধার কার্ড ছাড়া কোনও কাজই হয় না। যাবতীয় ফর্ম ফিলাপের ক্ষেত্রেও আধার কার্ডের ভূমিকা অপরিসীম। প্যান কার্ড, বার্থ সার্টিফিকেটকেও পেছনে ফেলে দিয়েছে আধার কার্ড। এবার আধার কার্ডের থেকেও গুরুত্বপূর্ণ কিছু আসতে চলেছে। এমন আভাসই মিলেছে, সংসদের বাদল অধিবেশনে।
ঠিক কি জানা যাচ্ছে?
সম্প্রতি বাদল অধিবেশনে গুরুত্বপূর্ণ একটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এই বিল থেকে জানা যাচ্ছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রথমবার সংশোধন করা হতে পারে। যার ফলে বার্থ সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথিকে আবারও সর্বক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার রীতি চালু হতে পারে। এখন আধার কার্ড সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই বিল পাশ হলেই বার্থ সার্টিফিকেট সবচেয়ে গুরুত্ব পাবে। সেই ভাবেই এই বিলটি সাজানো হয়েছে।
স্কুল, কলেজে, ড্রাইভিং লাইসেন্স, চাকরি সমস্ত ক্ষেত্রেই বার্থ সার্টিফিকেট যাতে প্রথম নথি হিসেবে ঠাঁই পায় সেই বিষয়টিও উল্লেখ রয়েছে বিলটিতে। এই পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট এর মতন গুরুত্বপূর্ণ নথিকে, নাগরিক বান্ধব করে তুলতেই এই বিল আনা হয়েছে।
এদিকে বিরোধীদের অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। বিলটিকে নিয়ে সমালোচনা করছেন।
Leave a Reply