৫০০ টাকার নোটে স্টার চিহ্ন, তার মানে কি জাল নোট? চরম বিভ্রান্তিতে আমজনতা, সতর্ক করল আরবিআই

৫০০ টাকার নোটে স্টার চিহ্ন, তার মানে কি জাল নোট? চরম বিভ্রান্তিতে আমজনতা, সতর্ক করল আরবিআই

৫০০ টাকার নোটে স্টার চিহ্ন!
তার মানে কি জাল নোট?

করা যাবে না লেনদেন!
বাড়তে পারে বিপদ!

চরম বিভ্রান্তিতে আমজনতা!
ব্যাংকে ব্যাংকে ছোটাছুটি!

সতর্ক করল আরবিআই!
জানিয়ে দিল কড়া বার্তা!

বাজার থেকে উঠে গেছে ২০০০ টাকার নোট। এখনও চলছে ২০০০ টাকার নোট ফেরত দেওয়ার প্রক্রিয়া। এরই মাঝে এবার বুকে ধুর ধুর শুরু করাল ৫০০ টাকার নোট। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর শুনেই নাজেহাল অবস্থার আমজনতার! অনেকেই ৫০০ টাকর নোট নিয়েই ছোটাছুটিও শুরু করে দিয়েছেন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন তারাই পড়েছেন মহা ফ্যাসাদে। ঠিক কি ঘটেছে?

বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, বাজারে নকল ৫০০ টাকার নোট ছড়িয়েছে। একদল অসাধু ব্যবসায়ী নাকি এই টাকা বাজারে ছড়িয়ে দিচ্ছে। নকল ৫০০ টাকার নোটের মধ্যে, সংখ্যার মাঝখানে একটি স্টার চিহ্ন রয়েছে। সকলের পকেটে পকেটে ছেয়ে গেছে এই টাকা। খুব শীঘ্রই এই টাকাকে কেন্দ্র করে সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। এই খবর শুনেই আতঙ্কে শিহরিত আমজনতা। শুরু হয়েছে ব্যাংকে ব্যাংকে ছোটাছুটি। ভ্রান্ত ও ভুল তথ্যের শিকার হয়ে, হেনস্থা হচ্ছে পাবলিকের।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে আরবিআই। আরবিআই সূত্রে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্যটি সম্পূর্ণ ভুয়ো। বাজারে চলতি, স্টার নম্বরযুক্ত ৫০০ টাকার নোটগুলি একেবারেই জাল নয়। ২০১৬ সাল থেকেই এমন স্টার চিহ্ন দেওয়া ৫০০ টাকার নোট ছাপাচ্ছে আরবিআই। নোট ছাপানো কাজকে সহজ করতে এবং খরচ কমাতে এই উদ্যোগটি নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

আরবিআই স্পষ্ট করে জানিয়েছে, আপনার কাছে স্টার চিহ্ন দেওয়া যে ৫০০ টাকার নোট রয়েছে সেগুলো সচল, জাল নোট নয়। নিশ্চিন্তে সেগুলো নিয়ে লেনদেন চালাতে পারেন। একই সাথে সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্য থেকেও সাবধান থাকার পরামর্শ দিয়েছে আরবিআই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *