ইসলাম ধর্ম ছাড়ার আর্জিতে কান্নায় ভাসলেন এক মুসলিম মহিলা! ভাইরাল ভিডিও, হুলস্থুল উত্তরপ্রদেশে

ইসলাম ধর্ম ছাড়ার আর্জিতে কান্নায় ভাসলেন এক মুসলিম মহিলা! ভাইরাল ভিডিও, হুলস্থুল উত্তরপ্রদেশে

ইসলাম ধর্ম ছাড়ার আর্জিতে
কান্নায় ভাসলেন এক মুসলিম মহিলা!

বোরখা পরতে চান না!
মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা!

যোগীর কাছে ধর্ম পরিবর্তনের
কাতর অনুরোধ!

মুসলিম মহিলার কাণ্ডে
হুলস্থুল উত্তরপ্রদেশে!

ভাইরাল ভিডিও
শোরগোল নেট পাড়ায়!

পরনে সোয়েট শার্ট, সোনালী রঙের চুল। বিধ্বস্ত চেহারা। কেঁদে কেটে একাকার। উচ্চস্বরে ভয়ংকর চিৎকার করছেন এক মহিলা! চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করতে চান। কাতর আকুতি মিনতি করে বলছেন তিনি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসতে চান। বলতে বলতেই ফুঁপিয়ে কেঁদে উঠছেন, হাত পা নাড়ছেন। এমন দৃশ্যের সাক্ষী থাকল যোগীজির উত্তর প্রদেশ। সেখানকারই এক মহিলা, যোগী আদিত্যনাথের কাছে ইসলাম ধর্ম ত্যাগের ইচ্ছা প্রকাশ করে সাহায্যের জন্য প্রার্থনা করছেন। সেই দৃশ্যই ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে।

বীভৎস এই ঘটনা দেখে শিহরিত গোটা দেশ! কি এমন ঘটেছে যে, ওই মহিলা মুসলিম হয়েও ইসলাম ধর্মের বিরোধীতা করছে? মহিলাকে বলতে শোনা যায়-

‘ যোগি আদিত্যনাথ জি, আমি এমন বোরখা চাই না যা আমাকে নগ্ন করে। আমি মুসলিমকে ঘৃণা করি। আমি মুসলিমকে ঘৃণা করি। যোগি আদিত্যনাথ স্যার, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি মুসলিম ধর্ম ত্যাগ করতে চাই। আমি মুসলিম ধর্মকে ঘৃণা করি।’

কথা বলার সময় মহিলার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি ইসলামের ধর্ম ত্যাগের কথা বলতে বলতে, আত্মীয়দের বিরুদ্ধেও অভিযোগ আনেন। অভিযোগ তোলেন তার আত্মীয়রা তাকে শারীরিক ভাবে অপদস্থ করেছে এবং তাকে পাচার করার পরিকল্পনা করেছে। সেই নিয়ে তিনি আতঙ্কিত।

কাণ্ডটি উত্তর প্রদেশের রামপুর কোর্ট কমপ্লেক্সের চত্বরে ঘটে। রামপুর পুলিস সূত্রে জানা গেছে, ওই মহিলা দু বছর আগের একটি পুরনো মামলার শুনানির জন্য আসেন। তখনই তিনি এই কীর্তি ঘটান। রামপুর পুলিস একটি টুইটে ঘটনাটি সামনে আনেন। চলতি মাসের ২১ জুলাই এই ঘটনাটি ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিহরিত আমজনতা। সকলের মনেই কৌতূহল, কি এমন ঘটেছে ঐ মহিলার সাথে তিনি এমন পদক্ষেপ নিতে জনসমক্ষে চেঁচালেন! তিনি কি অসুরক্ষিত? পরিবারের মধ্যেই কি তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন? এই নিয়েই অস্থিরতা ছড়িয়েছে নেট মাধ্যমে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *