এবার হোম ডেলিভারি মিলবে কফি হাউসের কফি, কবে থেকে চালু পরিষেবা?

এবার হোম ডেলিভারি মিলবে কফি হাউসের কফি, কবে থেকে চালু পরিষেবা?

দুয়ারে সরকারের পর
দুয়ারে কফি হাউস!

বাড়ি বসেই মিলবে
কফি হাউসের কফি!

শুরু হল অনলাইন ডেলিভারি!
যেতে হবে না কলেজ স্ট্রীট!

জোমেটো, সুইগির মতই
করতে হবে অর্ডার!

কবে থেকে চালু
পরিষেবা?

কলকাতা মানেই কফি হাউস! কলকাতাবাসীর কাছে অতি পরিচিত একটি আড্ডাপীঠ। মান্না দে’র মত কিংবদন্তি মানুষও এই কফি হাউসে বসে চা, কফি খেয়েছেন। দূর দুরান্ত থেকে অনেকেই আসেন এখানকার নস্টালজিক গরম কফি ও অন্যান্য খাবারের স্বাদ নিতে। তবে এবার থেকে টাকা খরচ করে কফি হাউস প্রয়োজন পড়বে না। কারণ কফি হাউস নিজেই পৌঁছে যাবে আপনার দৌড় গোঁড়ায়। বাড়ি বসেই খেতে পারবেন কফি হাউসের গরম কফি ও অন্যান্য খাবার। সেই ব্যবস্থাই করতে চলেছে কফি হাউস কতৃপক্ষ।

ঠিক কি পরিকল্পনা করতে চলেছে?

জানা গিয়েছে, জোমেটো, সুইগির সাথে তাল মিলিয়ে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা শুরু করতে চলেছে কফি হাউস। অন্যান্য অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলোতে যেভাবে কাজ করে, সেভাবেই কাজ করবে কফি হাউস। অর্থাৎ আপনি বাড়ি বসেই কফি হাউসের নিজস্ব ফুড ডেলিভারি এপস থেকে কফি হাউসের অথেনটিক খাবার ডেলিভারি করতে পারেবন। ইতিমধ্যেই একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, কফি হাউস কতৃপক্ষ।

কিভাবে খাবার ডেলিভারি করা হবে?

অনেকেই প্রশ্ন তুলছেন, কফির মত পানীয় অনলাইন ডেলিভারি করলে কতক্ষণ গরম থাকবে। উত্তরে কফি হাউস কতৃপক্ষ জানিয়েছে, এক্ষেত্রে তারা বিশেষ দু ধরনের কাপ ব্যবহার করবে। যেখানে চা, কফির মত পানীয় অন্তত ৩০ মিনিট পর্যন্ত গরম থাকবে। এছাড়াও অন্যান খাবারও ভালো ভাবে প্যাকেট করেই ডেলিভারি করা হবে জানানো হয়েছে। গরম কফি থেকে ঠাণ্ডা কফি, স্ন্যাক্স সমস্ত রকম খাবারের অপশন থাকবে।

কত টাকা খরচ পড়বে?

কফি হাউসে বসে খেলে যতটা খরচ হবে, অনলাইন ডেলিভারিতে একটু বেশিই খরচ হবে। তবে গাঁটের কড়ি কতটা খসাতে হবে, সেই নিয়ে এখনও অফিসিয়াল কিছু জানানো হয়নি।

কবে থেকে চালু হবে এই পরিষেবা?

আগস্টের ১ তারিখ থেকেই চালু হবে এই পরিষেবা। কফি হাউজ কর্তৃপক্ষের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমজনতা। কবে থেকে শুরু হবে এই নতুন পরিষেবা সেই দিকেই তাকিয়ে আপামর বাঙালী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *