গত ৯ বছরে মোদীর সেরা ৫টি প্রকল্প! যার কাছে কুপোকাত মমতা, চুনোপুঁটি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, তালিকায় কোন ৫টি প্রকল্প?

গত ৯ বছরে মোদীর সেরা ৫টি প্রকল্প! যার কাছে কুপোকাত মমতা, চুনোপুঁটি লক্ষ্মীর ভাণ্ডার, তালিকায় কোন ৫টি প্রকল্প?

গত ৯ বছরে
মোদীর সেরা ৫টি প্রকল্প!
সেরা ৫টি উপকার!

পরিষেবা থেকে উপকার
সবেতেই বাজিমাত!
লাভবান আম জনতা!

যার কাছে কুপোকাত মমতা!
চুনোপুঁটি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী!

তালিকায় আছে মোদীর
কোন ৫টি প্রকল্প?

গুণে গুণে ৯ বছর অতিক্রম করেছেন নরেন্দ্র মোদী। টানা ৯ বছরের শাসন কালে, এনেছেন এক গুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্প। সেগুলোর বেশির ভাগই টেক্কা দিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে। অন্তত জনমুখে এমনটাই শোনা যায়। আমজনতার একাংশের দাবি, পরিষেবার দিক থেকে অনেকটাই এগিয়ে কেন্দ্র সরকারের প্রকল্প। মমতার লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথীর মত জনপ্রিয় প্রকল্পগুলোকেও পেছনে ফেলছে মোদীর একাধিক কর্মসূচী। বিশেষজ্ঞদের মতে, মোদী সরকারের এমন ৫টি প্রকল্প রয়েছে, যার বিকল্প অন্য কিছু হতে পারে না! এক নজরে দেখুন মোদীর তাক লাগানো সেরা ৫টি প্রকল্প-

এক, প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana):

মোদীর সেরা প্রকল্পগুলোর মধ্যে একটি হল প্রধানমন্ত্রী জনধন যোজনা। দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করতে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের মাধ্যমে, সম্পূর্ণ বিনামূল্যে, কোনরকম ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা। দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের উপকার পাচ্ছেন।

দুই, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) :

মোদীর মস্তিস্কপ্রসূত আরেকটি জনপ্রিয় প্রকল্প। কেউ আহত হলে, কারো দুর্ঘটনা হলে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনায় স্বজনহারার পরিবারকে দু’লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনও নাগরিক যেকোনো ব্যাংকে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের জন্য নাগরিকদের বছরে একটি বরাদ্দ দিতে হয়। তাও খুব বেশ নয়।

তিন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana) :

১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের সাহায্যে নাগরিকদের সুরক্ষা প্রদান করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের জন্য বছরে মাত্র ২০ টাকা করে দিতে হয়। এই ২০ টাকার পরিবর্তে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় দু’লক্ষ টাকার সুবিধা।

চার, অটল পেনশন যোজনা (Atal Pension Yojana):

১৮ থেকে ৪০ বছর বয়সি প্রতিটি ভারতীয় নাগরিক এই প্রকল্পে নাম নথিভূক্ত করতে পারবে। এই প্রকল্পের সুবিধা হল, ৬০ বছর বয়স হলেই এই প্রকল্পের আওতায় প্রতি মাসে মাসে পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।

পাঁচ, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম (Stand Up India Scheme) :

ঋণ দেওয়ার জন্য এই প্রকল্পটির সূচনা। এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয় তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মানুষদের। তারা যাতে ঋণ নিয়ে ব্যবসার সম্প্রসারণ ঘটাতে পারে সেই লক্ষ্যেই নরেন্দ্র মোদীর এই উদ্যোগ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *