পাঁচ পাঁচটা বিয়ে করেছেন কবীর সুমন! রাখতে পারেননি একটিও বৌ, তালিকায় আছে কাদের নাম?

পাঁচ পাঁচটা বিয়ে করেছেন কবীর সুমন! রাখতে পারেননি একটিও বৌ, তালিকায় আছে কাদের নাম?

পাঁচ পাঁচটা বিয়ে করেছেন
কবীর সুমন!

রাখতে পারেননি একটিও বৌ!
টেকাতেও পারেননি কোনও সংসার!

কখনও সহকর্মী!
কখনও অল্প বয়সী যুবতী!

মন দিয়েছেন অনেককেই!
তালিকায় আছে কাদের নাম?

তিনি বিতর্কের মধ্যমণি। সমলোচনার জন্ম দেওয়াটাই তার কাজ। চুমু থেকে যৌনতা, রসালো গল্পের নায়ক তিনি। মানুষটি আর কেউ নন, কবীর সুমন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও যথেষ্ট নামডাক রয়েছে। মমতার প্রসঙ্গে কেউ নেতিবাচক ইঙ্গিতে দিলেই, তাকে ছেড়ে কথা বলেন না। সোশ্যাল মিডিয়ায় সরাসরি করে বসেন ব্যক্তিগত আক্রমণ। সে বুদ্ধিজীবী হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব। সম্প্রতি বঙ্গ রাজনীতির চর্চায় উঠে এসেছেন কবীর সুমন। মুখ্যমন্ত্রীকে নিশানা করায় অপর্ণা সেনকে বিঁধলেন তিনি। অপর্ণা সেনকে কটাক্ষ করতে গিয়ে তিনি একটি বেফাঁস মন্তব্য করে বসেন। যা নিয়ে তোলপাড় রাজনীতির অন্দরমহল। কবীর সুমন বলে-

‘আমি ৫ বার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন মনে হবে বিয়ে করে ঠিক হয়নি।’

এই বক্তব্যের পরেই শুরু হয়েছে চর্চা। লোকমুখে ঘুরে বেড়াচ্ছে কবীর সুমনের পাঁচ পাঁচটি বিয়ের গল্প। কোথায় পেলেন এতগুলো বৌ, কবে করলেন এত বিয়ে এই নিয়েই শরগরম নেটপাড়া। এখনও পর্যন্ত মোট ৩ জন স্ত্রীর তথ্য পাওয়া গেছে।

প্রথম স্ত্রীঃ কবীর সুমনের প্রথম স্ত্রীর নাম সোফিয়া নাজমা। ভয়েস অফ আমেরিকায় কাজের সূত্রে দুজনের পরিচয় হয়। সেখান থেকেই প্রেম ও ঘনিষ্ঠতা। এরপর দুজনের একসঙ্গে ১০ বছর লিভ ইন করেন। প্রথমে ঢাকায় সংসার করেন এরপর কলকাতায় চলে আসেন। কবীর সুমন জন্মসূত্রে ছিলেন হিন্দু। তার আসল নাম সুমন চট্টোপাধ্যায়। সোফিয়া নাজমাকে বিয়ে করার জন্য তিনি মুসলিম হয়ে যান। এই সময় তার নাম হয় মহম্মদ ফারুক।

দ্বিতীয় স্ত্রীঃ ধীরে ধীরে আলগা হতে থাকে কবীর সুমন ও নাজমার সম্পর্ক। কবীর সুমনের জীবনে আসে মারিয়া। তাঁকে বিয়ে করে শুরু করেন দ্বিতীয় সংসার। তাকে বিয়ে করার জন্য সেই সময় আবার হিন্দু ধর্মে রূপান্তরিত হন। তবে সেই সংসারও টেকেনি।

তৃতীয় স্ত্রীঃ মারিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে তৃতীয় বার বিয়ের পিড়িতে বসেন কবীর সুমন। এবার বিয়ে করেন বাংলাদেশের একটি মেয়েকে। ওপার বাংলার সাবিনা ইয়াসমিন নামের এক যুবতীকে বিয়ে করেন কবীর সুমন। সাবিনাকে বিয়ে করার জন্য দ্বিতীয়বার মুসলিম ধর্ম গ্রহণ করেন তিনি। এই বারেই তিনি ধারণ করেন কবীর সুমন নামটি।

এই ৩ জনের নাম জানা গেলেও, এখনও আরও ২ জনের নাম জানা যায়নি। তারা কারা এই নিয়েই চলছে জোর গুঞ্জন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *