লজ্জাজনক রেকর্ড করলো হাওড়া রেল স্টেশন! লজ্জায় একেবারে মাথা হেট, শুনলে পিত্তি জ্বলে আপনারও, ঠিক কি কাণ্ড ঘটেছে?
লজ্জাজনক রেকর্ড করলো
হাওড়া রেল স্টেশন!
এমন কীর্তি ঘটাল
কেউ স্বপ্নেও ভাবেনি!
লজ্জায় একেবারে মাথা হেট!
শুনলে পিত্তি জ্বলে আপনারও!
ঠিক কি কাণ্ড ঘটেছে?
হাওড়া রেল স্টেশন রাজ্যের গর্ব। নানা দিক থেকেই নানা রেকর্ড রয়েছে হাওড়া রেল ষ্টেশনের ঝুলিতে। পরিষেবা প্রদানের নিরিখে সিলভার মেডেল পেয়েছে এই স্টেশনটির। কিছু দিন আগে অবশ্য একই কারণে জিতে নিয়েছে স্বর্ণ পদক। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়াকে স্টেশনকে গোল্ড রেটিংও দেওয়া হয়েছে। এত প্রশংসা আর প্রাপ্তির পরেও, একটি ক্ষেত্রে লজ্জা জনক রেকর্ড গড়ে ফেলল হাওড়া স্টেশন। যা খুবই অস্বস্তিতে ফেলেছে হাওড়া ষ্টেশনের কতৃপক্ষকে। এমন একটি রেকর্ড গড়ল যা কল্পনাও করেনি। অন্তত হাওড়ার অত ষ্টেশনের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করেনি রাজ্যবাসী।
কি সেই লজ্জাজনক রেকর্ড?
সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সময় মত ট্রেন ছাড়ে কোন স্টেশন সেই তালিকা। সেখানেই কার্যত গো হারা হারল হাওড়া স্টেশন। এক নজরে দেখুন হাওড়ার অবস্থান –
প্রথম স্থানে দক্ষিণ পূর্ব রেল। সময় মত ট্রেন ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। দক্ষিণ-পূর্ব রেল বিভাগের ৭১.৯৩ শতাংশ ট্রেন সময় মত ছেড়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে, মধ্য রেল। সময়মত ট্রেন ছেড়েছে ৬৭.৩ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে, পশ্চিম-মধ্য রেল, সময়মত ট্রেন ছেড়েছে ৬৪.৭১ শতাংশ।
চতুর্থ স্থানে রয়েছে, পূর্ব রেল, সময়মত ট্রেন ছেড়েছে ৬৪.৫৫ শতাংশ।
পঞ্চম স্থানে রয়েছে, উত্তর রেল, সময়মত ট্রেন ছেড়েছে ৫৯.৫১ শতাংশ।
ষষ্ট স্থানে রয়েছে উত্তর-মধ্য রেল, সময়মত ট্রেন ছেড়েছে ৫৭.৩৩ শতাংশ।
সপ্তম স্থানে রয়েছে, দক্ষিণ-মধ্য রেল, সময়মত ট্রেন ছেড়েছে ৫৬.৩৯ শতাংশ।
অষ্টম স্থানে রয়েছে, ইস্ট-কোস্ট রেল, সময়মত ট্রেন ছেড়েছে ৫৪.৮৮ শতাংশ।
নবম স্থানে রয়েছে হাওড়া ডিভিশনের, ৪৭.৫৯ শতাংশ ট্রেন সময়মত ট্রেন ছেড়েছে
Leave a Reply