রুজিরাকে নিয়ে ভিন দেশে অভিষেক ব্যানার্জি! স্বাস্থ্যসাথী কার্ড থাকতেও কেন দেশের বাইরে? কটাক্ষ বিরোধীদের

রুজিরাকে নিয়ে ভিন দেশে অভিষেক ব্যানার্জি! স্বাস্থ্যসাথী কার্ড থাকতেও কেন দেশের বাইরে? কটাক্ষ বিরোধীদের

রুজিরাকে নিয়ে ভিন দেশে
অভিষেক ব্যানার্জি!

আটকাতে পারল না ইডি!
রক্ষাকবচ হাইকোর্টের!

কালো টাকা পাচার করতেই
কি বিদেশ ভ্রমণ?

স্বাস্থ্যসাথী কার্ড থাকতেও
কেন দেশের বাইরে?

উত্তাল বঙ্গরাজনীতি!
কটাক্ষ বিরোধীদের!

দীর্ঘদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছে ইডি ও অভিষেকের মধ্যে। কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে বহু আগেই বন্দি অভিষেক। সেই নিয়েই অভিষেকের উপর নানান রকম চাপ বিধি নিষেধ আরোপ করে আসছে ইডি। এদিকে অভিষেকও কম যান না। তিনিও ইডির হাত থেকে বাঁচতে ছুটেছেন হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টের দুয়ারে। তথ্য সূত্রে জানা যাচ্ছে, অবশেষে ইডিকে হারিয়ে ছিনিয়ে নিয়েছেন রক্ষা কবচ। সূত্র মারফত খবর, বিদেশ সফরের অনুমতি পেয়েছেন অভিষেক। বর্তমানে উড়ে গেছেন বিলেতে। রয়েছেন দুবাইতে। সঙ্গে গেছেন স্ত্রী রুজিরা। চোখের পুরনো ক্ষতের চিকিৎসা করতেই দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন যুবরাজ। মোট ২০ দিন থাকবেন সেখানে। এই কটা দিন অভিষেকের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না ইডি। চিকিৎসার ক্ষেত্রে অভিষেকের সম্পূর্ণ ছাড় রয়েছে। স্পষ্ট জানাল হাই কোর্ট।

এদিকে অভিষেক দুবাইয়ের যাওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। চরম অসন্তুষ্ট ইডি আধিকারিকেরা। তথ্য সূত্রে খবর, ইতিমধ্যেই অভিষেকের বিদেশ যাওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু অভিযোগ এনেছে তদন্তকারী কমিটি। সেগুলো হল-

এক, ইডির দাবি, কয়লা পাচার কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে তিনি কোথাও যাওয়ার পরিকল্পনা করলে সেটা অবশ্যই জানাতে হবে। জানানো উচিত। তিনি না জানিয়ে কোনও পদক্ষেপ নিলে, কিংবা স্থান পরিবর্তনের পরিকল্পনা করলে তদন্তের প্রক্রিয়া বাঁধাপ্রাপ্ত হতে পারে। এত কিছু জানা স্বত্তেও অভিষেক ব্যানার্জি কার্যত না জানিয়েই বিদেশ যাওয়ার পরিকল্পনা সেরেছেন বলে দাবি ইডি আধিকারিকদের।

দুই, ইডি আধিকারিকেরা পুরনো একটি বিষয় মনে করিয়ে দিয়েছে, কিছু দিন আগেই দিল্লিতে তদন্তের স্বার্থে ডাকা হয় অভিষেক ও রুজিরাকে। সেই সময় দূরত্বের কারণে তদন্ত এড়িয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ। দূরত্বকে অজুহাত করে দিল্লিতে আসতে পারেননি যুবনেতা। তাহলে এখন কীভাবে দুবাই গেলেন অভিষেক? দুবাই কি তাহলে দিল্লীর থেকেও কাছে? ঘরের পাশে?

তিন, এই পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, চিকিৎসার স্বার্থে অভিষেকের দুবাই যাওয়ায় কোনও বাধা নেই।

এদিকে একে একে সরব হয়েছেন বিরোধীরাও। তারাও তির্যক বাক্যবাণে বিঁধছেন যুবরাজকে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন-

‘ খবর পেয়েছি চিকিৎসার জন্য গিয়েছেন। ভেবেছিলাম স্বাস্থ্য সাথী নিয়ে চিকিৎসা করাবেন। কেন করালেন না বুঝতে পারছি না। ‘

এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সোনালি গুহ। যিনি এক সময় ছিলেন মমতার ডান হাত। এখন অবশ্য বিজেপিতে নাম লিখিয়েছেন। তিনি দাবি করেছেন, কালো টাকা পাচার করতেই নাকি বিদেশ গিয়েছেন অভিষেক ব্যানার্জি। সেই সাথে আরও বলেন সেখানেও নাকি সুইস ব্যাংক রয়েছে, সেখানে অভিষেক টাকা রেখে আসেন।

( ফুটেজ – https://bengali.oneindia.com/news/kolkata/abhishek-banerjees-foreign-trip-has-connection-to-black-money-claims-sonali-guha-194161.html

২.৩২ – ২.৪৬

২.৫৪ – ৩.০৪)

চুপ থাকেননি বিজেপির সাংসদ দিলিপ ঘোষ। তিনি সম্পূর্ণ বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন বলে জানিয়েছেন।

( ভয়েস ও টেক্সট দুটোতেই যাবে) ——— ( এটা ভালো করে লেখাতেও দেখাবে। ভুলেও মিস করবে না)

সুপ্রিয় দর্শক, ভিডিওতে বিচার ব্যবস্থা সম্পর্কে তুলে ধরা প্রত্যেকটি শব্দ ও বাক্য বাংলা হান্টের নিজস্ব মতামত নয়। বাংলা হান্টের প্রধান সম্পাদক, সম্পাদক এবং আমাদের সমগ্র সংবাদ কর্মীদের, বিচারব্যবস্থার প্রতি এবং মাননীয় বিচারপতিদের প্রতি আস্থা, শ্রদ্ধা অটুট এবং অসীম। সম্মাননীয় দর্শক বা সংশ্লিষ্ট অন্য কেউ এই প্রতিবেদনকে কোনও ভাবেই যেন বিচারব্যবস্থা এবং বিচারপতিদের সম্পর্কে অশোভন মন্তব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন কিংবা সমর্থন হিসেবে বিবেচনা না করেন। )


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *