ভারতেই আছে সবচেয়ে ধীর গতির ১টি ট্রেন! কচ্ছপের মত চলে, পিঁপড়ের মত হাঁটে, দেখুন ট্রেনটির ১০টি অজানা ফ্যাক্ট
ভারতেই আছে সবচেয়ে
ধীর গতির ১টি ট্রেন!
কচ্ছপের মত চলে!
পিঁপড়ের মত হাঁটে!
এর থেকেও জোরে ছোটে
মানুষের পা, সাইকেলের চাকা!
ট্রেনটির সামনে দাঁড়ালে
কিছুই হবে না!
মাত্র ৪৬ কিলোমিটার
অতিক্রম করে ৫ ঘণ্টায়!
ততক্ষণে একটি রাজ্য ঘুরে আসা যায়!
কি নাম ট্রেনটির?
কত কিমিতে ছোটে এই ট্রেন?
দেখুন ট্রেনটির ১০টি অজানা ফ্যাক্ট
ভারতীয় রেলের সবচেয়ে ধীর গতির এই ট্রেনটির নাম নীলগিরি এক্সপ্রেস। যেটিতে চড়তে মুখিয়ে থাকে বহু মানুষ।
এক নজরে দেখুন, ট্রেনটির সম্পর্কে অজানা ফ্যাক্টঃ
এক, এই ট্রেনটি নীলগিরি মাউন্টেন রেলওয়ের অন্তর্গত।
দুই, ট্রেনটির গতি এতটাই কম যে, মাত্র ৪৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ৫ ঘণ্টা। খুব অল্প গতিতে ছোটে। যা কল্পনার বাইরে।
তিন, সাধারণ ট্রেনের চেয়েও ১৬ গুণ ধীরে চলে এই ট্রেন।
চার, এটি একটি বাষ্পশক্তিচালিত ট্রেন।
পাঁচ, ট্রেনটি কুন্নুর, ওয়েলিংটন, লাভডেল এবং ওটাকামুন্ড স্টেশনের মধ্য দিয়ে যায়।
ছয়, ট্রেনটির বগিগুলো কাঠের তৈরি। রয়েছে বড় বড় জানালা।
সাত, ট্রেনটিতে চেপে আপনি নীলগিরি পর্বতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আট, এই ট্রেনটির রেলপথ ৩২৬ মিটার থেকে ২,২০৩ মিটার উচ্চতায় যেতে পারে।
নয়, ট্রেনটিতে প্রথম ও জেনারেল, উভয় ধরনের কোচই রয়েছে।
দশ, ট্রেনটি মেট্টুপালায়ম স্টেশন থেকে সকাল ৭:১০ টায় ছাড়ে। দুপুর ১২ টায় উটিতে পৌঁছে যাত্রা শেষ করে। ট্রেনটি চড়তে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে।
Leave a Reply