সারাজীবন কষ্ট পাচ্ছেন? ৩ ধরনের মানুষ থেকে চরম সাবধান, এরাই বন্ধুরুপী শত্রু, সতর্ক করেছেন চাণক্য
সারাজীবন কষ্ট পাচ্ছেন?
৩ ধরনের মানুষ থেকে চরম সাবধান!
এদের সাথে ভুলেও
বন্ধুত্ব করবেন না!
করলেই সর্বনাশ!
ধবংস ক্যারিয়ার!
বন্ধ আয়-উন্নতি!
এরাই বন্ধুরুপী শত্রু!
ভয়নাক কালনাগ!
এদের চিনিয়ে দিয়ে
সতর্ক করেছেন চাণক্য!
জীবনে উন্নতি করতে কে না চায় বলুন তো! সবাই সবার মঙ্গল বোঝে। সবাই চায় সুখে থাকতে। কিন্তু অনেকেই হাজার চেষ্টা করেও সুখ ও সমৃদ্ধির মুখ দেখতে পান না। কেন তারা পিছিয়ে যান সেই উত্তর দিয়ে গেছেন চাণক্য। জীবনে সেই সব মানুষই সব ক্ষেত্রে ফেল করে, যাদের আশে পাশে বিশেষ ৩ ধরনের মানুষ থাকেন। চাণক্য বলেছেন এই ৩ ধরনের মানুষ বন্ধুরূপী শত্রু। এরা মুখ মধু মনে বিষ। ভয়ংকর বিষ। এই ৩ ধরনের মানুষ আপনার সাফল্য দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরা আপনার দুঃখে চরম সুখী, আর আপনার সুখে চরম দুঃখী। এই ধরনের মানুষ আপনাকে বাইরে থেকে বাহবা দেবে, কিন্তু মনে প্রাণে ভগবানকে ডাকবে যাতে আপনার অমঙ্গল হয়। আপনার ক্ষতি ছাড়া এই এরা আর কিছুই বোঝে না। এদের কাজই হল আপনার জীবনে অনিষ্ঠ ঘটানো। এখন প্রশ্ন হল, এত বন্ধুর মাঝে এই তিন ধরনের মানুষকে কীভাবে চিনবেন! চিন্তা নেই। সেই সমাধানও দিয়ে গেছেন আচার্য চাণক্য। তিনি ৩ ধরনের মানুষকে ৩টি ভাগে বিভক্ত করে তাদের লক্ষণ বলে দিয়েছেন। এগুলো মিলিয়ে নিলেই আপনি চিনতে পারবেন বন্ধুরুপী আসল শত্রুকে। এক নজরে দেখে নিন-
( পয়েন্টের নাম ও ক্রমিক সংখ্যা টেক্সটে দেখাবে
উদাহারন ঃ এক, নিজের বড়াই নিজে করে এমন মানুষ )
এক, নিজের বড়াই নিজে করে এমন মানুষঃ
আমাদের বন্ধু তালিকায় এমন অনেকেই আছেন, যাদের মধ্যে এই স্বভাবটি খুব কাজ করে। নিজের ঢাক নিজে পেটানো। যত্র তত্র নিজের প্রশংসা নিজেই করে বেড়াবে। আর এই ধরনের মানুষ আপনার জন্য কোনও পদক্ষেপ নিলেও সেটাও বার বার আপনাকে শোনাবে। তাদের মুখে আপনি প্রায়শই শুনতে পাবেন- আমি তার জন্য এই করেছি, তোর জন্য এই করেছি ইত্যাদি। এই ধরনের মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়। এরা নিজেদের অনেক বড় কিছু ভাবে। অন্যদের প্রতি এরা করুনা করছে এমন মনোভাব রেখে চলে। এদের থেকে অবশ্যই সাবধান থাকা উচিত।
দুই, অন্যের নিন্দা করাঃ
অনেক বন্ধুদের দেখা যায় হামেশা অন্যের নিন্দা গাইতে থাকে। এরা আপনার সামনে অন্যের অন্যের নিন্দা করে, আপনাকে সাবাশ সাবাশ বলে অনুপ্রাণিত করবে। ঠিক তেমনি আপনার নামে অন্যদের কাছে নিন্দা করে, অন্যদের সাবাশ সাবাশ বলে অনুপ্রাণিত করে। এই ধরনের দু মুখো সাপ নামক বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন।
তিন, বিপদে অজুহাত দিয়ে পালিয়ে যাওয়াঃ
সব বন্ধুরাই বলে বিপদে পাশে আছ। কিন্তু এমন অনেকেই আছে সারা বছর এই ডায়ালগ শুনিয়েও শেষ মুহূর্তে চম্পট দেয়। বিপদে তাদের টিকিটিও দেখা যায় না। নানান অজুহাতে তখন তারা ব্যস্ত থাকে। এই ধরনের মানুষদের ভুলেও বন্ধু তালিকায় স্থান দেবেন না।
Leave a Reply