‘পিরিত জমে না জমে না সই…..’, সুদূর বিদেশে গড়গড়িয়ে বাংলা লোক গান গাইলেন জনি লিভার!
সুদূর বিদেশে বসে
বাংলা গান গাইছেন
জনি লিভার!
স্পষ্ট উচ্চারণ!
নির্ভুল শব্দ!
হার মানাবে
বাঙালী শিল্পীদেরও!
কমেডি কিং এর গানে
মুগ্ধ কোটি কোটি মানুষ!
নেট পাড়ায় ভাইরাল
দুর্লভ দৃশ্য!
সুদূর বিদেশ, স্বপ্নের ইংল্যান্ড শহর, সেখানেই রাস্তায় দাঁড়িয়ে গান গাইছেন ভারতের জনপ্রিয় এক অভিনেতা। গাইছেন তাও আবার বাংলা গান। যার জন্ম ভারতে, হিন্দি যার মাতৃভাষা। তিনি কি না অকপটে গেয়ে চলেছেন বাংলা লোক গান অর্থাৎ ফোক সং! মানুষটি আর কেউ নন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কমেডি কিং জনি লিভার। যার অভিনয় প্রতিভা বারে বারে মুগ্ধ করেছে ভারতীয় দর্শকদের। বলিউডে তুমুল জনপ্রিয় তিনি। মূলত কমেডি ঘরানার অভিনয়ে তিনি সিদ্ধহস্ত। কিংবদন্তি অভিনেতা। অভিনয় জীবনে একাধিক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে দেশে খুব কম দেখা যায় তাকে। পরিবার সমেত বাইরেই থাকছেন।
সম্প্রতি বাংলা লোক গীতি গেয়ে ভাইরাল হয়েছেন তিনি। দক্ষিণ ভারতের বাসিন্দা হয়েও কি সুন্দর ও মিষ্টি করে বাংলা গান গাইলেন , যা শুনে মুগ্ধ নেটিজেনরা। যেখানে বাঙালীরাই বাংলা গান গাইতে দ্বিধাবোধ করে, হিন্দি গান নিয়ে মাতামাতি করে, সেখানে দাঁড়িয়ে জনি লিভারের গলায় ধরা পড়ল-
‘পিরিত জমে না জমে না সই/ মন যদি মনেতে না মেলে’
জনির গান আর সুরেলা কন্ঠের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। নেটিজেনদের প্রশ্ন এতো সুন্দর বাংলা তিনি শিখলেন কিভাবে? আসলে জনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। সেখানে ভারতীয়দের সাথে সাথে বাংলাদেশী বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে অভিনেতার। তাদের কাছ থেকেই মূলত এই ধরনের গান শিখেছেন তিনি। এই গানটিও গেয়েছেন এক বাংলাদেশী বন্ধুর সাথে সাক্ষাৎকারের সময়। সেই বন্ধুর দৌলতেই নেটপাড়ায় ভাইরাল জনি লিভারের এই বাংলা গানটি।
Leave a Reply