আজকেই ব্যাঙ্কে ঢুকবে ২০০০ টাকা! বড়সড় উদ্যোগ নরেন্দ্র মোদীর, কারা পাবেন এই টাকা?
প্রকাশ্যে সমস্ত খুঁটিনাটি
আজকেই ব্যাঙ্কে ঢুকবে ২০০০ টাকা
বড়সড় উদ্যোগ নরেন্দ্র মোদীর!
কারা পাবেন এই টাকা?
কেনই বা পাবেন?
কীভাবে ঢুকবে এই টাকা?
প্রকাশ্যে এলো
সমস্ত খুঁটিনাটি
চারিদিকে মূল্যবৃদ্ধির পরিস্থিতি। রাস্তা ঘাটে বেরোলেই পকেটে লাগছে ছ্যাঁকা। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কেউ যদি হাতে কিছু টাকা দেয় ব্যাপারটা কেমন হয় বলুন তো। মন্দ নয়। তাছাড়া ফ্রিতে টাকা পেতে কে না চায় বলুন তো! এবার সেই উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী। আজকেই দেশবাসীর অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পাঠাবে কেন্দ্র সরকার। হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন। তবে সবার জন্য নয় এই টাকা। দেখুন কারা পাবে এই টাকা-
এই টাকা কবেল তারাই পাবে, যারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত রয়েছেন। শুধু মাত্র তাদেরকেই দেওয়া হবে এই টাকা। অন্য কোনও নাগরিক কিন্তু এই টাকা পাবে না। ২০১৯ সাল
থেকে শুরু হয়েছে এই প্রকল্প। উপকার পাচ্ছে লক্ষ লক্ষ কৃষক।
কেন দেওয়া হবে এই টাকা?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকেই ১৪ তম কিস্তিতে এই টাকা দেওয়া হবে। গত ২৭ ফেব্রুয়ারি ১৩ তম কিস্তি জারি করা হয়। আর আজ ২৭ জুলাই দেওয়া হবে ১৪ তম কিস্তি। PM কিষাণ যোজনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, রাজস্থানের সিকারে আজ ২৭ জুলাই ১৪ তম কিস্তি দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে, শুধুমাত্র রাজস্থানের কৃষকেরাই পাবে এই কিস্তি।
এবারে টাকা পাওয়ার নতুন নিয়মঃ-
১৪ তম কিস্তি দেওয়ার সময় থেকেই মানতে হবে নতুন নিয়ম। স্বচ্ছতার জন্য করাতে হবে eKYC। যার মাধ্যমে বোঝা যাবে যারা যারা এই কিস্তির জন্য আবেদন করছেন তারা আদৌ যোগ্য কিনা।
কীভাবে পাবেন এই টাকা?
এর জন্য PM কিষাণ এর অফিসিয়াল ওয়েভসাইটে ভিসিট করুন। সেখানেই পেয়ে যাবেন আবেদনের প্রক্রিয়া।
Leave a Reply