এবার হাতের মোয়া সিভিক ভলেন্টিয়ারের চাকরি! অষ্টম শ্রেণী পাসেই দুর্দান্ত সুযোগ, বড়সড় আপডেট শোনাল মমতা!
এবার হাতের মোয়া
সিভিক ভলেন্টিয়ারের চাকরি!
পড়াশুনোয় পণ্ডিত না হলেও
দুর্দান্ত সুযোগ!
মোটা অঙ্কের মাইনে!
হেসে খেলে চলবে সংসার!
বাংলার বিশাল বাহিনীকে
নিয়ে বড়সড় আপডেট মমতার!
মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরেই নানা ধরনের কর্ম সংস্থান তৈরি হয়েছে। তারই মধ্যে একটি হল সিভিক ভলেন্টিয়ার। এদের পদ মর্যাদা পুলিশের সমান না হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এদের কাজে লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে জন সাধারণকে সহযোগিতা এই ধরনের কাজে এদের নিয়োগ করা হয়। অনেকেই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে ছোট করে দেখেন। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। তাদের অবগত করার জন্য জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ায়ের চকারি করেও সংসার চালাচ্ছেন এমন অনেকেই রয়েছেন। বেকারত্বের যন্ত্রণায় বিদ্ধ না হয়ে তরুণ সমাজের বিরাট একটা অংশ, সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগ দিচ্ছে। এই পদেও ভালো আয় ও উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। তাই যারা চাকরির খোঁজে হন্য হয়ে ঘুরছেন তারা অনায়াসেই এই পদে যুক্ত হতে পারেন।
সিভিক ভলেন্টিয়ার এর যোগ্যতাঃ
এক, অষ্টম শ্রেনী পাস করলেই এই পদে আবেদন করতে পারবেন।
দুই, সিভিক ভলেন্টিয়ার হতে গেলে বেশিদূর শিক্ষা অর্জন না করলেও চলে।
তিন, এই পদে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় শারীরিক সক্ষমতাকে। অর্থাৎ আপনি শারীরিক দিক থেকে যত বেশি শক্তিশালী হবেন ততই আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।
চার , পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বারে বারে উল্লেখ করেছেন যারা খেলাধুলোয় পারদর্শী তাদের জন্য সিভিক ভলেন্টিয়ারের পথ সবসময় খোলা থাকবে।
পাঁচ , সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক শ্রমের প্রয়োজন বেশি পড়ে। তাই এই ক্ষেত্রে অনেক বেশি সাবলীল হতে হয়।
সিভিক ভলেন্টিয়ারদের বেতনঃ
সিভিক ভলেন্টিয়াদের মাসিক বেতন ১০ হাজার টাকা। তবে পদোন্নতির ভিত্তিতে বেতন বাড়তে থাকে।
Leave a Reply