লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুসলিমদের জনসংখ্যা! ইসলাম আজ সংখ্যা লঘু নাকি সংখ্যাগুরু, জানিয়ে দিল সংসদ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুসলিমদের জনসংখ্যা! ইসলাম আজ সংখ্যা লঘু নাকি সংখ্যাগুরু, জানিয়ে দিল সংসদ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে
মুসলিমদের জনসংখ্যা!
ক্রমশ রাঙ্গাচ্ছে চোখ!

ইসলাম আজ সংখ্যা লঘু
নাকি সংখ্যাগুরু?

সংসদে ফাঁস হল
মুসলিম জনসংখ্যার হিসেব!
২০২৩ এর হিসেবে বড়সড় রদবদল!

ভারতে পাল্লা দিয়ে বাড়ছে মুসলিমদের জনসংখ্যা। সময় যত এগোচ্ছে ততই যেন উরধমুখী এই পরিসংখ্যান। বেশ কিছু দিন ধরেই চর্চায় রয়েছে এই বিষয়টি। মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা যে ব্যাপক হারে বাড়ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিষয়ে মন্ত্রী স্মৃতি ইরানি একটি লিখিত উত্তর দিয়েছেন। যেখানে প্রমাণ মিলেছে, মুসলিমদের সংখ্যা সত্যিই বেড়ে চলেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায়ের আবেদনেই উত্তরটি খোলসা করেন স্মৃতি ইরানি। তার লিখিত উত্তর থেকে স্পষ্ট, ২০২৩ সালে ভারতে আনুমানিক মুসলিম জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯.৭ কোটি।

তিনি বিষয়টি বিশ্লেষণ করে বলেন-

২০১১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে, মোট জনসংখ্যার মধ্যে মুসলমান ছিল ১৪.২ শতাংশ। ২০২৩ সালের মধ্যে তাদের জনসংখ্যা দাঁড়িয়েছে, ১৯.৭ কোটিত। হিসেব কষলে দেখা যাচ্ছে এই সংখ্যাটি, ২০১১ সালের তুলনায় অনেক বেশি। কাটাকুটি করে দেখা যাচ্ছে, অল্প সময়ের ব্যবধানে মুসলিমদের সংখ্যা বেড়েছে ২.৫ কোটি। আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে ভারতের মোট জনসংখ্যার বিশাল একটি অংশ জুড়ে থাকবে মুসলিম সম্প্রদায় । একই সাথে প্রশ্ন উঠছে, মুসলিমরা কি আদৌ সংখ্যা লঘু হয়ে থাকবে? নাকি ক্রমশ ফুলে ফেঁপে সংখ্যা গুরু হিন্দুদের টেক্কা দেবে। এই সব প্রশ্নও উঠে আসছে বিভিন্ন স্তরে।

এদিকে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশে পরিণত হয়েছে ভারত। ছাপিয়ে গেছে চিনকেও। এ বছরের শুরুতে চিনের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় আট লাখ কমে ১৪১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। অন্যদিকে ২০২৩ সালে ভারতের আনুমানিক জনসংখ্যা পৌঁছে গেছে প্রায় ১৩৯ কোটিতে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে মুসলিমদের ভূমিকা কতটা, সেই প্রশ্নও উঁকি মারছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *