প্রভাবশালী মলয় ঘটকের মোট সম্পত্তির পরিমাণ কত? কুবেরের সম্পত্তি হার মানাবে পার্থ, কেষ্টকেও

প্রভাবশালী মলয় ঘটকের মোট সম্পত্তির পরিমাণ কত? কুবেরের সম্পত্তি হার মানাবে পার্থ, কেষ্টকেও

প্রভাবশালী মলয় ঘটকের মোট
সম্পত্তির পরিমাণ কত?

কুবেরের সম্পত্তি
হার মানাবে পার্থ, কেষ্টকেও!
ছাপিয়ে যাবে ধনকুবেরদের!

পাঁচ পাঁচটি বিলাসবহুল বাড়ি!
দামী দামী গাড়ি!

যত খুঁজছে ততই বেরোচ্ছে
আইনমন্ত্রীর সম্পত্তি দেখে
চোখ কপালে গোয়েন্দাদের!

পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই, ফের মাঠে নামল ইডি সিবিআই। শুরু হল ইডি বনাম দুর্নীতিবাজদের লুকোচুরি খেলা। এবার শিরোনামে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার কাণ্ডে বহু আগেই ফেঁসেছেন তিনি। টানা ১১ বার তলব পেয়েও ধরা দিলেন না, বুক ফুলিয়ে এড়িয়ে গেলেন। এদিকে মলয় ঘটকের কুবেরের সম্পত্তি নিয়ে শুরু হল জলঘোলা। কারণ এখনও পর্যন্ত মলয় ঘটকের যে পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে, সেগুলো কোথাও না কোথাও ছাপিয়ে যাচ্ছে পার্থ, কেষ্টর সম্পত্তিকেও। শুধুই কি পার্থ, কেষ্ট! মলয় বাবুর সমস্ত সম্পত্তি একত্রিত করলে ধনকুবেরদেরও ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে একাংশ।

মলয় ঘটকের মোট সম্পত্তির পরিমাণঃ

এক, ইডি সূত্রে খবর, মলয় ঘটকের মোট ৫ টি বাড়ি রয়েছে।

দুই, একটি কলকাতার বিবাদী বাগে। এটি তার সরকারি বাসভবন।

তিন, আসানসোলেও রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। এটি মূলত একটি গার্ডেন বাড়ি। হালকা হলুদ রঙের বাড়িটি। ১৯৯৬ সালে এই বাড়িটি কেনেন মন্ত্রী মলয় ঘটক। সস্ত্রীক এখানেই বেশিরভাগ সময় থাকেন। বাড়িটি দেখতে বেশ নজরকাড়া। লাক্সারিয়াস। বাহারি বারান্দা। ছিম ছাম পরিবেশ। প্রায় চার কাঠা জমির উপর তৈরি এই বাগান বাড়িটি।

চার, আসানসোলেও রয়েছে আরও ৩টি বিলাসবহুল রাজকীয় বাড়ি। যেগুলো নির্মাণ করতে যথেষ্ট অর্থ ব্যয় করেছেন তিনি। বাড়িগুলোর গঠনশৈলী দেখে বলে দেওয়া যায় মোটা অঙ্কের টাকা বরাদ্দ হয়েছে।

পাঁচ, তৃণমূলে যোগ দেওয়ার পর আচমকা বেড়ে যায় সম্পত্তি। এক লাফে আকাশ ছুঁয়ে ফেলে মলয় বাবুর ব্যাংক ব্যালেন্স।

ছয়, ২০১১ সালে তিনি যখন তৃণমূলে যোগ দেন তখন, মলয় ঘটকের সম্পত্তি ছিল ৬১ লক্ষ ৬৪ হাজার ২৯৫ টাকা। দেনা ছিল ১৪ লক্ষ ৭৮ হাজার ৩১৪ টাকা ২৮ পয়সা। অথচ, ২০১৬-র বিধানসভা ভোটের আগে মলয়ের মোট সম্পত্তি বেড়ে দাঁড়ায় ৮৮ লক্ষ ৯ হাজার ৫৩৫ টাকা। দেনার পরিমাণ দাঁড়ায় ২২ লক্ষ ৯৪ হাজার ৪৩১ টাকা।

সাত, তথ্য সূত্রে জানা গিয়েছে, মলয় ঘটকের নিজস্ব চার চাকার গাড়িও রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য লাখ টাকার থেকেও বেশি হবে।

আট, মন্ত্রী মলয় ঘটকের সোনা, দানা কিংবা অন্যান্য সম্পত্তির পরিমাণ কত সেই বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

নয়, ইডি, সিবিআই এর দাবি মলয় ঘটকের সম্পত্তির পরিমাণ এখানেই শেষ নয়। তল্লাশি করলে আরও বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *