জানেন দেশের সবচেয়ে বেশি দিনের মুখ্যমন্ত্রী কে? যিনি টানা দীর্ঘদিন থেকেছেন মুখ্যমন্ত্রী পদে, ধারে কাছে আছে কি মমতা ব্যানার্জি?
জানেন দেশের সবচেয়ে
বেশি দিনের মুখ্যমন্ত্রী কে?
যিনি টানা দীর্ঘদিন
থেকেছেন মুখ্যমন্ত্রী পদে!
বারে বারে ফিরেছেন জনগণের ভোটে!
কেউ ভাঙতে পারেনি
তার রেকর্ড!
ধারে কাছে আছে কি
মমতার ব্যানার্জি?
ভারতে যতগুলো রাজ্য রয়েছে, সেগুলোর প্রত্যেকটি দেখাশুনো করেন, সেখানকার দায়িত্বরত মুখ্যমন্ত্রীরা। আমাদের দেশে এমন অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বিরাজ করেছেন। তবে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশিদিন কে টিকেছিলেন, সেই উত্তর অনেকেই জানেন না। গোটা দেশে মুখ্যমন্ত্রীর পদে দীর্ঘদিন ধরে টিকে ছিলেন মাত্র ৩ জন ব্যাক্তি। এখনও পর্যন্ত এদেরকে কেউ ছাপিয়ে যেতে পারেনি। তালিকায় একজন বাঙালীও রয়েছেন। এক নজরে দেখুন, মুখ্যমন্ত্রীর চেয়ারে সবচেয়ে বেশিদিন টিকে ছিলেন কোন ৩ জন-
তৃতীয় স্থানে জ্যোতি বসুঃ মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি দিন টিকে থাকাদের মধ্যে ৩ নম্বরে রয়েছেন জ্যোতি বসু। ১৯৭৭ সালের ২১ জুন প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে কুর্সিতে বসেন। এরপর টানা পাঁচ বছর তিনি মুখ্যমন্ত্রী পদে বসেন। টানা ৫ বার পুরোদমে রাজত্ব করেন। মুখ্যমন্ত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু পঞ্চম বার দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খান তিনি। কারণ ৫ বারের মুখ্যমন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০০০ সালের ৬ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান তিনি । তার জায়গায় আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে এই বাঙালী মুখ্যমন্ত্রীদের সাথে কোনও ভাবেই তুলনা করা যায় না বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কারণ তিনি এখনও অনেকটাই পিছিয়ে।
দ্বিতীয় স্থানে নবীন পট্টনায়কঃ ১৯৯৭ সালের রাজনীতিতে পা রাখেন নবীন পট্টনায়ক। বাবা বিজু পট্টনায়কের পর, তিনি বিজু জনতা দল গঠন করেন। এরপর ২০০০ সালের ৫ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে উড়িষ্যার কুর্সিতে বসেন তিনি। কাজে কর্মে বারে বারে জিতেছেন জনগণের মন। সেই থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে বহাল রয়েছেন তিনি।
প্রথম স্থানে পবন কুমার চামলিংঃ সকলকে ছাপিয়ে গিয়েছেন এই মুখ্যমন্ত্রী। গোটা ভারতে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে টিকে থাকা ব্যক্তি হলেন পবন কুমার চামলিং। প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ১৯৯৪ সালে। এরপর থেকে টানা ২০১৯ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন। টানা ৫ বার সম্পূর্ণ ভাবে রাজত্ব করেন তিনি। কিন্তু ষষ্ঠবার পরাজয়ের পর, আর কখনই মুখ্যমন্ত্রী হতে পারেননি পবন কুমার চামলিং।
Leave a Reply