‘সায়নী লাগাও’ কথাটির আসল অর্থ কি জানেন? মানস ভূঁইয়া কি লাগানোর কথা বলেছিলেন সায়নীকে? ফাঁস হল আসল সত্য
‘সায়নী লাগাও’
কথাটির আসল অর্থ কি জানেন?
মানস ভূঁইয়া কি লাগানোর
কথা বলেছিলেন সায়নীকে?
যা শুনেই মুচকি হেসেছিলেন যুবনেত্রী!
এবার ফাঁস হল আসল সত্য!
বেরিয়ে এলো মানস ভূঁইয়ার মনের কথা!
বঙ্গ রাজনীতিতে আলোচিত নাম সায়নী ঘোষ। তৃণমূলের দাপুটে নেত্রী। শাসক দলে আসার তিন বছর কাটতে না কাটতেই একের পর এক বিতর্কিত কান্ড ঘটিয়েছে এই নেত্রী। তৃণমূলের আসার পর সবার প্রথম নজর কাড়ে ২৯ মার্চ। এই দিনটিতে, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের একটি জনসভা থেকে ব্যাপক ভাইরাল হয় সায়নী ঘোষের একটি সংলাপ। সংলাপটি ছিল মানস ভূঁইয়া ও সায়নীর কথোপকথনের একটি অংশ। যা ব্যাপক হিট হয় নেট মাধ্যমে। যাকে কেন্দ্র করে শুরু হয় বিস্তর খিল্লী, চরম হাসাহাসি। কি সেই ডায়ালগ,
মানস ভূঁইয়া বলেন-
‘সায়নী লাগাও’।
এর পাল্টা সায়নী বলেন,
“লাগাও। ঠিক বলেছে”।
যা নিয়ে মিমের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমালোচনা প্রিয় বাঙালীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে সায়নী ও মানস ভূঁইয়ার কথোপকথনের এই ছোট্ট দৃশ্য। বঙ্গরাজনীতি উত্তাল হয়ে ওঠে এই সংলাপকে কেন্দ্র করে। আমজনতার মুখে মুখে ঘুরতে থাকে- ‘সায়নী লাগাও’, ‘সায়নী লাগাও’ । এই সংলাপকে কেন্দ্র করে বিরোধী ও শাসক দলের মধ্যেও শুরু হয়ে যায় বিস্তর তরজা! এমনকি অনেকেই সংলাপটির কুরুচিকর দাবি করে, নিজেদের মনগড়া অর্থ জুড়তে থাকে। কিন্তু যে সংলাপকে কেন্দ্র করে এত হৈ হট্টগোল, তাল থেকে তিল সেই সংলাপের অর্থ অনেকেই জানে না। সায়নী লাগাও শব্দের মধ্যে দিয়ে আসলেই কি বলতে চেয়েছেন মানস ভূঁইয়া? এই লাগাও শব্দের অর্থ ঠিক কি? কি লাগানোর কথা বলেছেন তিনি? এই সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে মানস ভূঁইয়ার জন্মস্থানে।
মেদিনীপুরের সবং নামক প্রত্যন্ত গ্রামে জন্ম প্রাক্তন পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়ার। যেহেতু গ্রামে বেড়ে ওঠা, তাই তার ভাষার মধ্যেই রয়েছে গ্রাম্য শব্দের ছোঁয়া, আঞ্চলিক শব্দের টান। মানস ভূঁইয়া্র আঞ্চলিক কথা বার্তায় প্রায়শই ব্যবহৃত হয় ‘লাগাও’ শব্দটি। কোনও কিছু শুরু করার ক্ষেত্রে লাগাও শব্দটির ব্যবহার করেন সেখানকার মানুষ। সেই পরিপ্রেক্ষিতেই, পশ্চিম মেদিনীপুরে জনসভাতেও সায়নীকে ভাষণ শুরু করার প্রসঙ্গে তিনি লাগাও শব্দটি উল্লেখ করেন। যা রসিক প্রিয় বাঙালীর কাছ কুরুচিকর অর্থের মান্যতা পেয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে সায়নী মানেই এখন ‘ লাগাও ‘।
Leave a Reply