হেলমেট না পরলেই হবেন পথের ভিখেরি! ট্র্যাফিক রুলসে মারাত্মক রদবদল, কি বলছে নতুন নিয়ম?
হেলমেট না পরলেই হবেন
পথের ভিখেরি!
বিনা হেলমেট বেরোলেই
সাধের বাইকও যাবে,টাকাও যাবে!
ট্র্যাফিক রুলসে মারাত্মক রদবদল!
বেড়ে গেল চালানের অঙ্ক!
চরম অস্বস্তিতে বাইক আরোহীরা!
কি বলছে নতুন নিয়ম?
শহর জুড়ে ক্রমশ বেড়ে চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। বেশির ভাগ দুর্ঘটনাই ঘটছে হেলমেটবিহীন বাইক চালাতে গিয়ে। বার বার সচেতনতার বার্তা দিলেও হুঁশ ফিরছে না আরোহীদের। তবুও ঝুঁকি নিয়ে বিনা হেলমেটে দেদার করছে বাইক রাইড। তাই লাগাম টানতে ট্র্যাফিক রুলসে আনা হল বড়সড় পরিবর্তন। এমন পরিবর্তন যা শুনলে মাথায় হাত পড়বে বাইক আরোহীদের। এমনকি ভুলেও বিনা হেলমেটে বাইক চালানোর কথা ভাববেন না।
কি সেই নতুন নিয়ম?
এতদিন বিনা হেলমেটে বাইক চালালে ১০০০ টাকা চালান কাটা হত। চালান কেটে ছেড়ে দেওয়া হত। কিন্তু এবার থেকে এই নিয়ম আরও কড়াকড়ি করা হচ্ছে। এখন থেকে কোনও বাইক আরোহী বিনা হেলমেটে যতবার ধরা পড়বে ততবার ১০০০ টাকা করে নেওয়া হবে। অর্থাৎ, রাস্তার কোনও জায়গায় ৪ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেক্ষেত্রে ৪ বার ১০০০ টাকা করে মোট ৪০০০ টাকা দিতে হবে। এমনকি এই টাকা ৩ মাসের মধ্যে জমা দিতে হবে। আর যদি কেউ সাথে সাথে টাকা দিতে না পারে, বাইকের পারমিট বাতিল করা হবে। সেক্ষত্রে বাইক বিক্রি, এনওসি ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হতে পারে। হেলবিহীন বাইক চালানো ছাড়াও, হেলমেট ছাড়া বাইকের পিছনে, ওভারস্পিড, ট্রিপল রাইডিং এবং রাস্তার ভুল দিকে বাইক চালানো এই সব ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
কোথায় চালু হয়েছে এই নতুন নিয়ম?
নতুন এই নিয়মতি চালু হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের পাটনায়। সেখানকার এডিজি সুধাংশু কুমার, জানিয়েছে, ট্রাফিক নিয়ম লঙ্ঘন কমানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তার কথায়-
‘পাটনার যেখানেই যান না কেন স্কুটি বা মোটরবাইক নিয়ে যাতায়াত করতে হলে মাথায় হেলমেট থাকতেই হবে। হেলমেট না থাকলে চালান কাটা হবে আর যতবার এই ধরনের নিয়ম লঙ্ঘন ধরা পড়বে ততবার চালান কাটা হবে। সেই চালানের টাকা তিন মাসের মধ্যে জমা দিতে হবে। আর যদি কেউ তিন মাসের মধ্যে সেই টাকা জমা না দেন তাহলে বাইক বিক্রি এবং ইন্সুরেন্সের ক্ষেত্রে সমস্যা হতে পারে।’
Leave a Reply