শুধু চাল, ডাল নয়, এবার থেকে রেশনে মিলবে আরও ৩৫টি সামগ্রী! কোথায় চালু হল এই নিয়ম? কি কি দেওয়া হচ্ছে নতুন সামগ্রীতে?

শুধু চাল, ডাল নয়, এবার থেকে রেশনে মিলবে আরও ৩৫টি সামগ্রী! কোথায় চালু হল এই নিয়ম? কি কি দেওয়া হচ্ছে নতুন সামগ্রীতে?

শুধু চাল, ডাল নয়
এবার থেকে রেশনে মিলবে
আরও ৩৫টি সামগ্রী!

লাভের অঙ্কে ফুলে ফেঁপে উঠবে
ডিলার থেকে উপভোক্তা!

কোথায় চালু হল এই নিয়ম?
কি কি দেওয়া হচ্ছে নতুন সামগ্রীতে?

ভারতের কোনও নাগরিক যাতে ক্ষুধার্ত না থাকে, তার জন্য রয়েছে রেশন ব্যবস্থা। এই ব্যবস্থাটি আছে বলেই, দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ আজও খেয়ে দেয়ে বেঁচে আছে। মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষের ভুখা পেট ভাতের অভাবে কাতরায় না। অভুক্ত মানুষের পেটে অন্নের জোগান হয়ে যায়।

রেশন কার্ডের সাহায্যে, দেশের অগণিত মানুষকে বিনামূল্যে চাল, গম দেওয়া হয়ে থাকে। তবে এবার থেকে এই নিয়মে আসছে বড়সড় বদল। এখন থেকে শুধু চাল আর গমই নয়। এবার থেকে চাল, গমের পাশাপাশি, রেশন দোকানে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিস সহ মোট ৩৫টি সামগ্রী।

এক নজরে দেখুন কি কি পাওয়া যাবে –

তালিকায় রয়েছে দুধ, রুটি, মশলা, বিউটি প্রোডাক্ট, ছাতা, টর্চ, গুড়, ঘি, লবণাক্ত, প্যাকড শুকনো ফল, প্যাকড মিষ্টি, দুধের গুঁড়া, বাচ্চাদের জামাকাপড়, রাজমা, সয়াবিন, ক্রিম, ধূপ, চিরুনি, গ্লাস, ঝাড়ু, পোচা, লক, রেইনকোট সহ আরও অনেক কিছু।

এদিকে এই সবের পাশাপাশি, তালিকায় যোগ হয়েছে প্রয়োজনীয় আরও একাধিক জিনিসপত্র।

সেগুলো হলঃ

ওয়াল হ্যাঙ্গার, ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং সাবান, ইলেকট্রনিক পণ্য, দেওয়াল ঘড়ি, দেশলাই, নাইলন ও পাটের দড়ি, জলের জন্য ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, প্লাস্টিকের বালতি, মগ ও চালনী।

কোথায় চালু হয়েছে এই নিয়ম?

অভিনব এই উদ্যোগটি চালু হয়েছে, যোগীর রাজ্য উত্তর প্রদেশে। যোগী সরকার বেশ কিছু দিন আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

কেন চালু করা হয়েছে এই নতুন নিয়ম?

জানা যাচ্ছে রেশন ডিলার ও উপভোক্তাদের জন্য এই নতুন নিয়মটি চালু করা হয়েছে। এর ফলে রেশনের দোকানেই সহজলভ্য দামে কিনতে পাওয়া যাবে উল্লেখিত ৩৫টি জিনিস। এতে করে ডিলার ও উপভোক্তা উভয়েই লাভবান হবে। উত্তর প্রদেশের পর ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও শুরু হবে এই পরিষেবা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *