জানেন পৃথিবীর প্রথম স্বামী স্ত্রী কারা? কাদের মাধ্যমে বেড়েছে পৃথিবীর জনসংখ্যা, হিন্দুশাস্ত্রে পাওয়া গেল চমকপ্রদ তথ্য

জানেন পৃথিবীর প্রথম স্বামী স্ত্রী কারা? কাদের মাধ্যমে বেড়েছে পৃথিবীর জনসংখ্যা, হিন্দুশাস্ত্রে পাওয়া গেল চমকপ্রদ তথ্য

জানেন পৃথিবীর
প্রথম স্বামী স্ত্রী কারা?

কারা সবার প্রথম
বিয়ে করেছিলেন?

কাদের মাধ্যমে বেড়েছে
পৃথিবীর জনসংখ্যা!

হিন্দুশাস্ত্রে পাওয়া গেল
চমকপ্রদ তথ্য!

বিয়ে বাড়িতে তো আমরা সকলেই যাই। নিজের বিয়ে থেকে শুরু করে অন্যের বিয়ে, বিয়ে নামক সামাজিক রীতিটির সাথে আমরা সকলেই পরিচিত। কারণ বিয়ে একটি প্রাচীন ধারণা ও কালচার। আচ্ছা এত বিয়ে বাড়ি যান, বিয়ের ভোজ খান,কখনও ভেবে দেখেছেন পৃথিবীতে প্রথম বিয়ে কে করেছেন! প্রথম স্বামী-স্ত্রী কারা!

পুরো ব্রক্ষ্মাণ্ডের মধ্যে সবার প্রথম বিয়ে করেন মনু ও শতরূপা নামক এই যুগল। হিন্দু পুরাণ অনুসারে, ভগবান ব্রহ্মা যখন মহাবিশ্বের সৃষ্টি করেন, তখন তিনি তাঁর দেহকে দু’টুকরো করেছিলেন। ব্রহ্মার দেহের একটি টুকরোকে বলা হয় “কা” এবং অন্য একটি অংশকে বলা হয় “ইয়া”। এই দু’টি মিলে একসাথে গঠিত হয় “কায়া”। পাশাপাশি, এই “কায়া” থেকেই জন্ম নেয় পৃথিবীর প্রথম পুরুষ মনু ও প্রথম নারী শতরুপা। এক পর্যায়ে এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ভগবান ব্রহ্মা উভয়কেই পার্থিব ও পারিবারিক জ্ঞান প্রদান করে। এরপর দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাংসারিক জীবনে প্রবেশ করে। ধীরে ধীরে এদের মাধ্যমে বংশ বিস্তার হয়। পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ে। শাস্ত্রমতে এরাই পৃথিবীর প্রথম দম্পতি। এদের থেকেই মানব সমাজের সৃষ্টি।

এই সম্পূর্ণ বিষয়টি হিন্দু শাস্ত্র থেকে সংগৃহীত। বাস্তবে এই ধারণা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কারণ প্রতিটি ধর্ম, বিয়ে নিয়ে নিজেদের মতামত ব্যাখা করেছে। তাই কোনটি সার্বজনীন, সেই বিষয়ে বিস্তর মতভেদ রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *