শ্রাবণ মাসেই বাড়িতে লাগান ৫টি মূল্যবান গাছ! ফুলে ফেঁপে হবেন কোটিপতি, কেউ আটকাতে পারবে না আপনার সমৃদ্ধি
শ্রাবণ মাসেই
বাড়িতে লাগান ৫টি মূল্যবান গাছ!
ঝরে পড়বে মহাদেবের কৃপা
ফুলে ফেঁপে হবেন কোটিপতি!
মাটি ছুঁয়ে ফলাবেন সোনা!
পূরণ হবে সমস্ত মনোবাসনা!
কেউ আটকাতে পারবে না
আপনার সমৃদ্ধি!
শুরু হয়েছে শ্রাবণ মাস। হিন্দু শাস্ত্রে এই মাসটির গুরুত্ব অনেক বেশি। শাস্ত্র মতে, এই মাসটি শিবকে সন্তুষ্ট করার জন্য উপযুক্ত সময়। কারণ শ্রাবণ মাসে দেবাদিদেব ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য জেগে ওঠেন। এই মাসে শিব ঠাকুরের মন জয় করতে বাড়িতে আনুন ৫টি গুরুত্বপূর্ণ গাছ। যেগুলো বাড়িতে আনলেই মহাদেবের কৃপা বর্ষিত হতে বাধ্য। এই গাছ গুলো বাড়িতে আনলে মহাদেব সন্তুষ্ট হন। তার কৃপায় ভক্তদের ধন সম্পদও বাড়ে।
বেল গাছ
শ্রবাণ মাসে ঘরে বেল গাছ আনুন। বেল পাতা শিবের খুব প্রিয়। ভক্তদের কাছ থেকে বেল পাতা পেলে মহাদেব আনন্দিত হন। তাই এই মাসে স্নান করে শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করুন। যে বাড়িতে বেল গাছ থাকে, সেখান থেকে অভাব পালিয়ে যায়। সমৃদ্ধি ফিরে আসে।
তুলসি গাছ
শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বাড়িতে তুলসি গাছ লাগান। এতে মহাদেব যেমন প্রসন্ন থাকেন তেমনি পার্বতীও খুশি হন। ফলে বাড়ির সুখ-সমৃদ্ধি ঘটে।
কলা গাছ
এই মাসে বাড়িতে কলা গাছ লাগান। কলা গাছ বাড়ির জন্য শুভ। তবে কলা গাছ রাখলেও বাড়ির সামনে রাখা উচিত নয়। কলা গাছ সব সময় বাড়ির পেছনে রাখা উচিত। শাস্ত্র মতে কলা গাছ লাগালে মহাদেবের কৃপায় দাম্পত্য সমস্যা দূর হয়ে যায়।
শমী গাছ
শ্রাবণ মাসের শনিবারে শমী গাছ লাগান। বাড়ির প্রধান দরজার বাম দিকে এটি স্থাপন করুন। এতে করে কুনজর কেটে যায়। আয় উন্নতি বাড়ে।
পিপুল গাছ
শ্রাবণ মাসে বাড়িতে একটি পিপুল গাছ লাগিয়ে নিন। এতে শিব ঠাকুরের কৃপা বর্ষিত হবে। শিশুদের সুস্বাস্থ্য বজায় থাকবে। কর্তার ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে।
Leave a Reply