জানেন ডিমভাতের পিছনে মোট কত টাকা খসাল তৃণমূল? একুশের ভুঁড়ি ভোজের খরচ শুনলে চোখ কপালে উঠবে
জানেন ডিমভাতের পিছনে
মোট কত টাকা খসাল তৃণমূল?
৩ লাখেরও বেশি ডিম!
কুইন্টাল-কুইন্টাল চাল!
বিপুল শাক সবজি
হাড়ি হাড়ি দুধ!
একুশের ভুঁড়ি ভোজের
খরচ শুনলে
চোখ কপালে উঠবে!
সদ্য শেষ হল ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে পুরোদমে সেজে ওঠে কলকাতা মহানগরী। দলের ডাকে ছুটে আসে লাখ লাখ মানুষ। এদিন কর্মী সমর্থকদের আদর আপ্যায়নে কোনও ক্রুটি রাখে না মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছর এই দিনটিতে কর্মী সমর্থকদের মেনুতে রাখা হয় ডিম ভাত। তবে চলতি বছর শহীদ সমাবেশে পাতে ধরা পড়ল অন্য ছবি। ডিম ভাত তো ছিলই, সেই সাথেই ঠাঁই পেল সয়াবিনের তরকারি, চাটনি। কোথাও কোথাও পাঁচ মেশালি সবজি, মুরগির মাংস, মুড়ি ঘুগনিও দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। শুধুই কি খাবার তারই সাথেই থাকে থাকার ব্যবস্থাও। এবারেও শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে মাথার গোঁজার ব্যবস্থা করা হয়েছে।
এখন প্রশ্ন হল ২১ শে জুলাইয়ে পেছনে এত এলাহী আয়োজন, এর জন্য রাজ্য সরকারের মোট কত টাকা খরচ হল? এত বড় আয়োজন, লাখ লাখ মানুষের থাকা, খাওয়া, এই সব তো বিনাপয়সায় হয়নি। এর পেছনে সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা বেরিয়ে গেছে। এই তথ্যই উঠে এলো, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। যেখান থেকে জানা যাচ্ছে, ২১ শে জুলাইয়ের মহা ভোজের আয়োজন সম্পন্ন করতে, চাল কেনা হয়েছে ১৬০ কুইন্টাল, ডিম কেনা হয়েছে ৩ লক্ষ ২ হাজার। তবে ডিমের পরিমাণ কটা ক্যাম্পের হিসেবে ধরা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এছাড়াও কেনা হয়েছে বিপুল পরিমাণ কাঁচা বাজার। সঙ্গে বিপুল পরিমাণ দুধ। হিসেব কষলে দেখা যাচ্ছে, যদি ডিমের দাম সর্বনিম্ন ৬ টাকা ধরা হয়, তাহলে মোট ডিমের দাম পড়ছে ১৮ লক্ষ টাকারও বেশি। এদিকে চালের দাম যদি সর্বনিম্ন ৩৮০০ টাকার কুইন্টাল ধরা হয, সেক্ষেত্রে খরচ দাঁড়াচ্ছে ৬ লক্ষ টাকার বেশি। এছাড়াও রয়েছে শাক সবজি, দুধের দাম। সেগুলো মিলিয়ে কোটি কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।
তবে খরচ লাখ টাকা হোক বা কোটি টাকা! শহীদ সমাবেশে গিজ গিজ করা ভিড় দেখে খুশি মমতা থেকে অভিষেক।
Leave a Reply