মহাফ্যাসাদে অভিষেক ব্যানার্জি! থানায় দায়ের একের পর এক FIR, ঠিক কি ঘটেছে? কি কাণ্ড ঘটালেন যুবনেতা?
মহাফ্যাসাদে অভিষেক ব্যানার্জি!
ফাঁসলেন মারাত্মক অভিযোগে!
থানায় দায়ের একের পর এক FIR!
রেগে কাঁই বিজেপি!
কঠিন ব্যবস্থা নিল শুভেন্দু!
ঠিক কি ঘটেছে?
কি কাণ্ড ঘটালেন যুবনেতা?
২১ শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা রেখেই মহা ফ্যাসাদে অভিষেক ব্যানার্জি। এবার এমন ফাঁসা ফাঁসলেন কার্যত ঘুম উড়তে চলেছে যুবনেতার। ঘটনার সূত্রপাত ২১ এর শহীদ সমাবেশ। এমন হাইভোল্টেজ সভা থেকেই চোখা চোখা বাক্যবাণ ছাড়েন অভিষেক। সেই বাক্যবাণের মধ্যেই একটিতে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক দেন। ব্যস এরপরেই শুরু হৈ হট্টগোল। রেগে কাঁই বিজেপির নেতৃ বৃন্দরা। রীতিমত শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতির অন্দরমহলে। অভিষেকের এহেন বক্তব্যকে উস্কানিমূলক মন্তব্য দাবি করে, থানায় ছুটল বিজেপির একাংশ। বিভিন্ন থানায় জমা পড়তে শুরু করল অভিষেকের বিরুদ্ধে এফআইআর।
ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন-
‘আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে, তাদের স্ত্রী, পুত্র, পরিবারকে, তাদের বাবা – মাকে রক্ষা করার দায়িত্ব বিজেপির। বিরোধী দলনেতা হিসাবে আমি এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখব। এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারিও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলাম’।
একই সাথে অভিষেকের বক্তব্যকে ‘প্ররোচনামূলক’ দাবি করে রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। পাশাপাশি কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর করেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী। এখানেই শেষ নয়। বিজেপির আরও অনেকেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ জানাতে, থানায় যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
সেদিন ঠিক কি বলেছিল অভিষেক ব্যানার্জি?
২১ শে জুলাইয়ের মত ভরা মঞ্চে, অভিষেকের মুখে শোনা যায়, আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচীর ডাক। সেদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিজেপির ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করে ফেলতে। তবে এই ঘেরাও কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে করার কথাও বলেন। সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত গণঘেরাও কর্মসূচি চালানোর আহ্বান দেন শহীদ সমাবেশের মঞ্চে!
অভিষেকের এহেন মন্তব্যে উস্কানির গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। শুধু তাই নয়, এই মন্তব্যকে গোষ্ঠী দন্দ ও শান্তি বিঘ্নকারী বলেও তোপ দাগছেন বিরোধীরা।
Leave a Reply