সরকারি কর্মীরা ফ্রিতে পাবে ১ লাখ ৩০ হাজার টাকা দামের মোবাইল-ল্যাপটপ! তাক লাগানো উদ্যোগ নরেন্দ্র মোদীর
সরকারি কর্মীরা ফ্রিতে পাবে
১ লাখ ৩০ হাজার টাকা দামের
মোবাইল-ল্যাপটপ!
নামী ব্র্যান্ড দামী ডিভাইস!
খসাতে হবে না একটিও কানা কড়ি!
তাক লাগানো উদ্যোগ
নরেন্দ্র মোদীর!
কারা পাবে এই পরিষেবা?
কাদের জন্য?
কিভাবে করবেন আবেদন?
কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর! দুর্দান্ত উদ্যোগ নিয়েছে মোদী সরকার। যা শুনলেই আনন্দে লাফাবে সেন্ট্রাল গভর্নমেণ্টের কর্মীরা। অন্যদিকে হিংসেয় জ্বলবে রাজ্যের সরকারি কর্মচারীরা। কারণ সুবর্ণ এই সুযোগটি কেবল মাত্র কেন্দ্র সরকারের কর্মীদের জন্য। এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল, ল্যাপটপ পেতে চলেছে কেন্দ্র সরকারের কর্মচারীরা। শুনলে অবাক হবেন, যে সমস্ত টেকনিক্যাল ডিভাইসগুলো দেওয়া হবে সেগুলো কোনোটাই স্বল্পমূল্যের নয়। এগুলোর দাম পড়বে ১ লক্ষ ৩০ হাজার টাকারও বেশি। স্বাভাবিকভাবেই এই সংবাদে খুবই আনন্দিত কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবীরা।
কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক এই বিষয়টি সামনে এনেছেন। জানানো হয়েছে, কর্মচারীদের ১ লক্ষ ৩০ হাজার টাকা দামের ডিভাইস দেওয়া হবে। মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ফ্যাবলেট, নোটবুক, নোটপ্যাড এই ধরনের যে সমস্ত ডিভাইস রয়েছে সেই সব ডিভাইসের ক্ষেত্রেই এমন সুযোগ দেওয়া হবে। আগে কাজের সূত্রে কর্মচারীদের এই সব ডিভাইস নিজের পকেট শূন্য করে কিনতে হত। এবার থেকে নিজের পকেটের টাকা খরচ করতে হবে না। কেন্দ্র সরকার নিজের উদ্যোগে কর্মীদের যাবতীয় ডিভাইস ব্যবস্থা করে দেবে। তাও আবার ভালো ব্র্যান্ডের,ভালো মানের। আর সব থেকে বড় ব্যাপার হল, যে ডিভাইসগুলো কেন্দ্র সরকার দেবে, সেগুলো ৪ বছর কাজের সূত্রে ব্যবহার হওয়ার পর, নিজের কাছে একেবারে রেখে দিতে পারবেন কর্মীরা ।
কারা পাবেন এই পরিষেবা?
এক, ডেপুটি সেক্রেটারি এবং তার উপরে পদমর্যাদার সমস্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়ার অধিকারী হবেন।
দুই, সেকশন অফিসার এবং আন্ডার সেক্রেটারিদের ক্ষেত্রে ৫০ শতাংশ আধিকারিক এই ধরনের ডিভাইস কেনার সুযোগ পাবেন।
সীমাবদ্ধতাঃ
এক, কর্মীদের জন্য একটি ডিভাইস বরাদ্দ হয়ে গেলে, তারা ৪ বছরের আগে নতুন কোনও ডিভাইস নিতে পারবে না।
দুই, চার বছর হয়ে গেলে ডিভাইসটি সম্পূর্ণ নিজের হয়ে যাবে। তার আগে ডিভাইস থেকে সমস্ত অফিসিয়াল ডেটা মুছে দিতে হবে।
কীভাবে এই পরিষেবা পাওয়া যাবে?
এই পরিষেবাটি পেতে, কর্মীদের নিজ নিজ হাউসে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিশদে জানতে হবে।
Leave a Reply