স্লোগান চুরির অভিযোগ রাজন্যা হালদারের বিরুদ্ধে! এবিভিপি সংগঠন থেকে বক্তৃতা ঝেঁপেছে মমতার অগ্নিকন্যা, প্রকাশ্যে ভিডিও
স্লোগান চুরির অভিযোগ
রাজন্যা হালদারের বিরুদ্ধে!
কয়লা, চাকরি, বালির পর
সোজা ভাষণ চুরি!
এবিভিপি সংগঠন থেকে
বক্তৃতা ঝেঁপেছে
মমতার অগ্নিকন্যা!
ফাঁস হল কাণ্ডকীর্তি!
শোরগোল নেটপাড়ায়!
একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ সবার কপালে জোটে না। সেই সুবর্ণ সুযোগ পেয়েছে সোনারপুরের মেয়ে রাজন্যা হালদার। মমতা ব্যানার্জি নিজে সিলেকশন করেছেন এই অগ্নিকন্যাকে। ২১ শে জুলাইয়ের গোটা মঞ্চ কাঁপিয়েছে এই দাপুটে যুবনেত্রী। এর আগে কখনও দেখা যায়নি তাঁকে। চলতি বছরের ২১ শে জুলাই প্রথমবার প্রকাশ্যে এসেছেন রাজন্যা নামের এই তরুণী। চোখা চোখা ভাষণ দিয়ে আলোচিত রাজন্যা। তবে এখানেই শেষ নয়। আলোচনার সাথে সাথে এবার সমালোচনাতেও উঠে এলো রাজন্যা হালদারের নাম। উঠে এলো বড়সড় অভিযোগ।
ঠিক কি অভিযোগ উঠে এলো রাজন্যার বিরুদ্ধে! জানা যাচ্ছে, ২১ শে জুলাইয়ের মঞ্চে রাজন্যার ভাষণের বিষয়বস্তু সম্পূর্ণ সংগৃহীত। অর্থাৎ তিনি বক্তৃতা দিতে গিয়ে যে সমস্ত শব্দ বন্ধনী, সংলাপ ব্যবহার করেছেন সেগুলো তার নিজস্ব বক্তব্য নয়। সবই এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক নেত্রীর কাছ থেকে চুরি করা। এমন দাবিতেই ছেয়ে গেছে নেট মাধ্যম। নেটপাড়ার বাসিন্দারা, এবিভিপির একটি পুরোনো ভিডিও ক্লিপিংস সামনে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে এবিভিপি সংগঠনের এক নেত্রীর মুখে যে স্লোগানটি শোনা যাচ্ছে, ঠিক একই স্লোগান শোনা যাচ্ছে তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারের মুখে। হুবুহু মিলে যাচ্ছে দুজনের বক্তব্য। প্রতিটা শব্দ ও অক্ষর। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেট পাড়ায়। অনেকেই বলছেন, তৃণমূল মানেই নাকি চুরি। কয়লা, বালি, চাকরির পর এবার নাকি ভাষণও চুরি। রাজন্যার কীর্তি সামনে আসতেই, শাসক দলকে এভাবেই বিঁধছে নেট নাগরিকেরা। আবার কেউ কেউ বিষয়টিকে নিয়ে হাসাহাসিও করছেন।
Leave a Reply