এ যেন দ্বিতীয় সায়নী ঘোষ! ২১’র মঞ্চে টানটান বক্তৃতায় নজরে এই তরুণী, মমতার ভক্ত, কে এই অগ্নিকন্যা?

এ যেন দ্বিতীয় সায়নী ঘোষ! ২১’র মঞ্চে টানটান বক্তৃতায় নজরে এই তরুণী, মমতার ভক্ত, কে এই অগ্নিকন্যা?

( ফোকাসের আগে এই দুটো ফুটেজ আগে দেখিও। শুধু এই টুকু। ফুটেজ দেখানোর সাথে ওর যে ডায়ালগ গুলো আমি লিখে দিয়েছি ওগুলো টেক্সট ফরম্যাটে ওর ভিডিওতে দেখিও )

( 1.21.44 – 1.21.51

(প্রত্যেকে মনে রাখবেন যে বটগাছটা আমাদের মাথার উপর হাত রেখেছে সেটা মমতা বন্ধোপাধ্যায়, মমতা বন্ধোপাধ্যায়, মমতা বন্ধোপাধ্যায়)

1.22.35 – 1.22.37 )

( আগে জনগণ, তারপর মমতা বন্ধোপাধ্যায় )

এ যেন দ্বিতীয় সায়নী ঘোষ!
২১’র মঞ্চে টানটান বক্তৃতায়
নজরে এই তরুণী!

ঝাঁঝালো ভাষণে জ্বালিয়েছে মঞ্চ!
ইডি সিবিআইকে হুঁশিয়ারি!
নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ!

অভিষেকের জেলার মেয়ে!
মমতার ভক্ত!

কে এই অগ্নিকন্যা?
কি তার পরিচয়?

পরনে হালকা কমলা রঙের কুর্তা, গলায় জড়ানো ওড়না, বুকে জোড়াফুলের চিহ্ন। মাঝখানে সিঁথি করে বাঁধা চুল। মিষ্টি মুখশ্রী। মাইকের সামনে দাঁড়াতেই একেবারে রুদ্রমূর্তি। মিষ্টি মুখের আড়াল থেকেই যেন বেরিয়ে এলো ঝাঁসি রানী। ধর্মতলার উপচে পড়া ভিড়ে শুরু হল তরুণীর ঝাঁঝালো ভাষণ। কাঁপিয়েছে মঞ্চ, মাতিয়েছে বাংলার আকাশ, বাতাস। একেবারে চোখা চোখা ভাষণে টক্কর দিয়েছেন সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দদেরও। একুশের মঞ্চে কে এই তরুণী! চাল, চলন কথা বার্তায় যেন দ্বিতীয় সায়নী ঘোষ। একুশের সমাবেশ শেষ হতে না হতেই সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু এই সুন্দরী তরুনী।

ভরা মঞ্চে এই অগ্নিকন্যার পরিচয় করিয়ে দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। অগ্নিকন্যার নাম রাজন্যা হালদার। ছিপছিপে চেহারার এই তরুণীকে এক নজর দেখলে বোঝাই যাবে না, তাঁর গলায় এত ঝাঁঝ, এত তেজ। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির হাত ধরেই ভাষণ দেওয়ার সুযোগ পায় রাজন্যা। সুযোগ পেয়েই টানা ১০ মিনিট টানটান বক্তৃতায় সভা মাতিয়ে দেন এই যুবনেত্রী। রাজন্যার বক্তৃতা চলাকালীন, মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা অনেকেই ভিড় ঠেলে দেখার চেষ্টা করেছে তাকে। এতটাই শান দিয়েছেন প্রত্যেকটা কথায়।

রাজন্যা অভিষেকের জেলার মেয়ে। দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুরে বেড়ে ওঠা। ছোট থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে। রাজন্যার দাদু কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, বাবাও কংগ্রেস করতেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। সেই থেকেই শুরু। ২০১৭ সালে মূলত রাজনীতিতে হাতেখড়ি হয় রাজন্যার। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলার ছাত্র যুব সংগঠনের সহ সভাপতি। মমতার পছন্দের যুবনেত্রীদের তালিকায় রাজন্যাও একজন। রাজন্যার আগেও অনেকেই উঠে এসেছেন মমতার হাত ধরে। যেমন, সায়নী ঘোষ। যারা ভালো, ঝাঁঝালো বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী তাদের খুব পছন্দ করেন। ভালো পদও দেন। রাজন্যার ক্ষেত্রে সেরকম কিছু হবে কি না, সেটা সময়ের অপেক্ষা।

( ফুটেজ ঃ-


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *