আর করা যাবে না লেনদেন, বাতিল আরও একটি ব্যাংক! নিয়ম ভাঙ্গায় কঠোর শাস্তি, রেগে লাল আরবিআই!

আর করা যাবে না লেনদেন, বাতিল আরও একটি ব্যাংক! নিয়ম ভাঙ্গায় কঠোর শাস্তি, রেগে লাল আরবিআই!

আর করা যাবে না লেনদেন!
বাতিল আরও একটি জনপ্রিয় ব্যাংক!
খারিজ লাইসেন্স ও রেজিস্ট্রেশন!

নিয়ম ভাঙ্গায় কঠোর শাস্তি!
রেগে লাল আরবিআই!

কোথায় যাবে ব্যাংকে রাখা এত টাকা?
ফেরত মিলবে কি?

চিন্তায় ছুটে বেড়াচ্ছে
লাখ লাখ গ্রাহক!

কি নাম ব্যাংকটির?
দেখে নিন আপনার একাউণ্ট
আছে কি না

যে কোনও ব্যাংকের সুরক্ষা সুনিশ্চিত করে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি বিশ্বাস করে যে ব্যাংকে কষ্টের উপার্জিত টাকা রাখছেন, সেই ব্যাংকটি আপনার জন্য নিরাপদ কি না সেটাই যাচাই করে আরবিআই। কোন ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা মার যাবে না, কোন ব্যাংকে রাখলে মার যাবে সেই তথ্য তুলে ধরে আরবিআই। এবার জনগণের জন্য অসুরক্ষিত একটি ব্যাংককে চিহ্নিত করেছে আরবিআই। সরাসরি ব্যাংকটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এমনকি হুঁশিয়ারি জারি করা হয়েছে, এই ব্যাংকে জনগণের টাকা সুরক্ষিত নয়। আর বেশি দেরী হলেই দেউলিয়া হয়ে যেত ব্যাংকটি। তার আগেই হস্তক্ষেপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যংকটি ভয়ংকর ঝুঁকির মুখে এসে পৌঁছেছে। এরপরেও যদি ব্যাংকটির ব্যাংকিং পরিষেবা চালিয়ে দে

কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করল আরবিআই?

ব্যাংকটি হল ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এই ব্যাংকটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এটি উত্তরপ্রদেশের বিজনোরে অবস্থিত। আরবিআই নোটিশ জারি করে, এই ব্যাঙ্কটিকে সমস্ত কাজ কর্ম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ৫৬ ধারা না মানায় লাইসেন্স হারিয়েছে ব্যাংকটি। আরবিআই আরও জানিয়েছে, এই ব্যাংকটিতে পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের কোনও সম্ভাবনা নেই। ব্যাংকটির অবস্থা খুবই খারাপ। আরবিআই অতি সত্বর ব্যাংকটির রেজিস্ট্রেশন বাতিলের পদক্ষেপ চূড়ান্ত করছে।

টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কতদূর?

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এর মাধ্যমে আমানতকারীদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *