মাত্র ৪৫ দিনে পাবেন সাহারায় ফেঁসে যাওয়া টাকা! বড়সড় ব্যবস্থা চালু করল অমিত শাহ, কী ভাবে আবেদন করবেন?

মাত্র ৪৫ দিনে পাবেন সাহারায় ফেঁসে যাওয়া টাকা! বড়সড় ব্যবস্থা চালু করল অমিত শাহ, কী ভাবে আবেদন করবেন?

সাহারার টাকা ফেরত পাবে
সাধারণ মানুষ!

মার যাবে না এক টাকাও!
গুণে গুণে ফেরত পাবেন সমস্ত অর্থ!

মাত্র ৪৫ দিনের মধ্যেই
সরাসরি ঢুকবে একাউণ্টে!

বড়সড় ব্যবস্থা চালু করল
অমিত শাহ!

শুরু হল আবেদন
কীভাবে করবেন?
কতদিনে পাবেন টাকা?

সাহারা কেলেঙ্কারি! পশ্চিমবঙ্গের যতগুলো দুর্নীতি রয়েছে তার মধ্যে অন্যতম। অধিক মুনাফা লাভের আশায় কয়েক বছর আগে অনেকেই সাহারায় বিনিয়োগ করেন। বিনিয়োগকারীদের মধ্যে অধিকাংশই গ্রামের স্বল্প শিক্ষিত সহজ সরল মানুষ। এদের মধ্যে কেউ স্বপ্ন দেখেন সাহারায় জমানো টাকায় মেয়ের বিয়ে দেবেন, তো কেউ স্বপ্ন দেখেছিলেন বাড়ির ছাদ ঢালাই দেবেন। কিন্তু একটা সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সমস্ত স্বপ্ন। কথায় বলে লোভে পাপ, পাপে সর্বনাশ! ঠিক তেমনটাই হল। অতিরিক্ত মুনাফার লোভ পথে বসিয়ে দেয় অগণিত মানুষকে। অগণিত মানুষের কষ্টার্জিত টাকা আজও আটকে আছে সাহারায়। বেশির ভাগের অভিযোগ ম্যাচুরিটির পরেও হাতে পাননি একটি টাকাও। অনেক বছর ধরে টাকা আটকে থাকায়, বেশির ভাগ মানুষ টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। কপাল চাপড়ে চাপড়ে শেষ হয়েছেন। কেউ কেউ সর্বস্ব হারিয়ে নিজেদের প্রাণের মায়াও ত্যাগ করেছেন।

তবে আর এই হা হুতাশ করতে হবে না। সাহারায় জমানো টাকা ফিরিয়ে দিতে, সরাসরি হাত বাড়াল কেন্দ্র। কোটি কোটি বিনিয়োগকারীদের অপেক্ষার পালা এবার শেষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজের হাতে টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করলেন। চালু করে দিলেন সাহারার টাকা রিফাণ্ড পাওয়ার অনলাইন পোর্টাল, ‘সাহারা রিফান্ড পোর্টাল’। সাহারার সেই সমস্ত বিনিয়োগকারীরা যারা টাকা ফেরত পাননি, তারা সহজেই এই পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের পর মাত্র ৪৫ দিনের মধ্যে আপনার কষ্টের উপার্জিত টাকা, নিজের নিজের অ্যাকাউন্টে ফেরত পাওয়া যাবে। একটা টাকাও হাত ছাড়া হবে না। এর ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবে লাখ লাখ মানুষ।

টাকা ফেরত পেতে কীভাবে করবেন আবেদন?

এক, প্রথমে, mocrefund.crcs.gov.in লিখে ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনাদের সুবিধার্থে ওয়েভ সাইটের নামটি স্ক্রিনের আরেকবার দেওয়া হল-

( ভালো করে আবার দেখাবে )

https://mocrefund.crcs.gov.in.

দুই, এরপর সেখানে থাকা Depositor Registration অপশনটি বেছে নিন।

তিন, এরপর আধার নম্বর এবং আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর যুক্ত করুন।

চার, এর পর সোজা Get OTP অপশনে ক্লিক করুন।

পাঁচ, ওটিপি এলে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে হবে।

ছয়, ওটিপি ভেরিফিকেশন হলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

সাত, এরপর Depositor Login অপশন বেছে নিয়ে লগইন করুন।

আট, এরপর আবার আধার নম্বর দিন এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করুন।

নয়, টাকা ফেরত পাওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলি আপলোড করতে হবে।

দশ, এরপর আপনার সই জমা করুন।

এগারো, ৩০ দিনের মধ্যে আপনার আবেদন যাচাই করে, ৪৫ দিনের মধ্যে আপনাকে প্রাপ্য টাকা ফেরত দেওয়া হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *