জানেন বাড়ির ইলেকট্রিক মিটারে লাল আলো জ্বলে কেন? এই আলো জ্বালিয়ে মাসে মাসে কোটি টাকা রোজগার সরকারের, কীভাবে?
জানেন বাড়ির ইলেকট্রিক মিটারে
লাল আলো জ্বলে কেন?
এর পেছনে আছে
কোটি কোটি টাকার খেলা!
আপনার পকেট কাটছে
এই লাল বাতি!
এই আলো জ্বালিয়ে
মাসে মাসে কোটি
টাকা রোজগার সরকারের!
কীভাবে আপনার আড়ালে
ঘটছে এত কিছু?
বর্তমানে প্রায় সব বাড়িতেই দেখা যায় স্মার্ট ইলেকট্রিক মিটার। এই স্মার্ট ইলেকট্রিক মিটারে টিম টিম করে একটি লাল আলো জ্বলতে দেখা যায়। ২৪ ঘণ্টাই এই আলো জ্বলে। আপনি জানলে অবাক হবেন যে, এই লাল রঙের আলোর জন্য সরকাকে আপনি মোটা অঙ্কের টাকা মুনাফা দিচ্ছেন। শুধুমাত্র এই ছোট্ট লাল আলোর জন্য আপনার ইলেকট্রিক বিলে বাড়তি টাকা যোগ হয়। কীভাবে জানেন! তাহলে শুনুন-
আজকাল স্মার্ট ইলেকট্রিক মিটারকে অনেকেই সরকারের লাখ টাকা ইনকামের বস্তুও বলে থাকেন। আসলেই তাই। এই লাল আলো জ্বালিয়ে ইলেকট্রিক অফিসে সাধারণ মানুষের কাছে থেকে মোটা টাকা উপার্জন করছে। যা সরাসরি চলে যাচ্ছে সরকারের খাতে। ইলেকট্রিক মিটারে থাকা এই লাল আলো নির্দেশ দেয় আপনার মিটার সচল আছে। এই লাল আলো কিন্তু বিনা পয়সায় চলছে না। এই ছোট্ট লাল আলোটি মাসে প্রায় ১ ইউনিত বিদ্যুৎ খরচ করে। বর্তমানে ১ ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা ধরা হয়। অর্থাৎ আপনি আপনার ইলেকট্রিক বিলের সাথে সাথে প্রতি মাসে ৮ টাকা বাড়তি দেন এই লাল আলোর জন্য। এইভাবে আমার আপনার মত, আরও অনেক বাড়ির হিসেব করলে দেখা যাচ্ছে, টাকার পরিমাণ দাঁড়াচ্ছে কয়েক কোটি টাকা। আর সেই টাকা নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকেই।
তবে এই লাল আলো জ্বলতেই থাকবে। একে বন্ধ করে বিদ্যুৎ বিল কমানোর কোনও উপায় নেই। কারণ এই লাল বাতি
ইলেকট্রিক মিটার একটিভ থাকার প্রমাণ। এছাড়াও বাড়িতে কোনও বৈদ্যুতিক সংযোগ লোড নিতে না পারলে এই লাল আলো সংকেত দিয়ে বুঝিয়ে দেয়। বাড়ির বিদ্যুতে অধিক চাপ পড়লে লাল আলোটির কম্পাঙ্ক বেড়ে যায়। যা দেখলে আমরা সাবধান হতে পারি।
Leave a Reply