জানেন শতরুপ ঘোষের রোজগারের হিসেব কত? বাম নেতার মোট সম্পত্তির পরিমাণ জানলে বিশ্বাসই হবে না!

জানেন শতরুপ ঘোষের মোট সম্পত্তির পরিমাণ কত? বাম নেতার ধনরাশির পরিমাণ জানলে বিশ্বাসই হবে না!

জানেন শতরুপ ঘোষের
মোট সম্পত্তির পরিমাণ কত?

২২ লাখের গাড়ি!
কসবায় বাড়ি!

নেই চাকরি!
পেশা সমাজসেবা!

কোথা থেকে পান এত টাকা?
কীভাবে করেন উপার্জন?

বাম নেতার
ধনরাশির পরিমাণ জানলে
বিশ্বাসই হবে না!

বাংলার রাজনীতিতে পরিচিত একটি মুখ শতরুপ ঘোষ। ভোটবাক্স শূন্য সিপিএমকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন যারা, তাদের মধ্যে তিনি একজন! মাঠে, ঘাটে, হাটে- লাল ঝাণ্ডা হাতে উজ্জ্বল উপস্থিতি শতরুপের। বর্তমানে সিপিএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। দেখতে হ্যান্ডসাম,মিষ্টি। মুখে সব সময় লাজুক হাসি। কিন্তু এই সুদর্শন-তরুণ রাজনীতিবিদ বাকযুদ্ধে সেরা। সুবক্তা হিসেবে যুব সমাজে ব্যাপক জনপ্রিয়। সামাজিক মাধ্যমে প্রায়শই ঘুরে বেড়ায় শতরুপের যুক্তি খণ্ডনের নানান দৃশ্য।

বেড়ে ওঠাঃ-

বেড়ে উঠেছেন কলকাতাতেই। পরিবার থেকেই পেয়েছেন রাজনীতি সচেতন মনোভাব। তরুণ বয়স থেকেই বাম মনস্ক আদর্শের সঙ্গে পরিচিতি। সেখান থেকেই শুরু। বাবা শিব নাথ ঘোষ সব সময়ের অনুপ্রেরণা। করোনায় হারিয়েছেন মাকে।

শিক্ষাঃ-

প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন কলকাতাতেই। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন আশুতোষ কলেজে। আশুতোষ কলেজের প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে শতরুপের যথেষ্ট নাম ডাক রয়েছে।

রাজনীতিতে পদার্পণঃ

ছাত্ররাজনীতি থেকেই পা রাখেন রাজনীতির আঙ্গিনায়। ধীরে ধীরে লাল রঙে রাঙ্গান নিজেকে। হয়ে ওঠেন বাম ফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতা। তবে, তিন তিনবার কসবায় CPIM প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালেও জিততে পারেননি।

রোজগারঃ-

শতরুপ ঘোষের পেশা জনসেবা। এখান থেকেই মূলত উপার্জন করেন। তবে এছাড়াও নির্দিষ্ট কোনও পেশায় তিনি যুক্ত কি না সে সম্পর্কে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যম থেকেও শতরুপের ভালো টাকা আয় হয়। এই তথ্য শতরুপের সামাজিক প্ল্যাটফর্মে ঢুঁ মারলেই বোঝা যায়। শতরুপের একটি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল রয়েছে। যেখানে ফলোয়ারের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৭৮৫। বর্তমানে হয়ত আরও বাড়তে পারে। এছাড়াও রয়েছে ইউটিউব চ্যানেল। ১৯৯ টাকা দিয়ে শতরুপের ইউটিউব চ্যানেল জয়েন করার সুবর্ণ সুযোগ থাকছে। জয়েন করলেই পাবেন, শতরূপ এর ‘Top Fan’ হওয়ার সুযোগ এবং সঙ্গে একটি স্পেশ্যাল ব্যাজ। ফেসবুক ইউটিউবের পাশাপাশি টুইটার এবং ইনস্টাগ্রামেও যথেষ্ট একটিভ। টুইটারে ফলোয়ারের সংখ্যা ৯৩৭৭ এবং ইনস্টাতে ৭৫৯১। বর্তমানে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখান থেকে যথেষ্ট আয় করেন তিনি।

মোট সম্পত্তিঃ-

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় কসবায় শত্রুপের পৈতৃক বাড়ি রয়েছে। তবে বাড়িটির মূল্য কত জানা যায়নি। এছাড়াও সিপিএম যুবনেতার সম্পত্তি তালিকায় সদ্য যুক্ত হল ২২ লাখ টাকার একটি গাড়ি। যা নিয়ে তিনি শিরোনামেও এসেছিলেন। সম্পত্তি তালিকায় সোনা দানার পরিমাণ কত সেই সম্পর্কে কখনই কিছু জানাননি তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *