বাংলার কপালে বড়সড় ফাঁড়া! একসঙ্গে চোখ রাঙ্গাচ্ছে দু দুটি ভয়ংকর ঘূর্ণাবর্ত, কোন কোন জেলায় ঘাপটি মেরেছে বিপদ?
বাংলার কপালে বড়সড় ফাঁড়া!
একসঙ্গে চোখ রাঙ্গাচ্ছে
দু দুটি ভয়ংকর ঘূর্ণাবর্ত!
চরম বিপাকে বঙ্গবাসী
যে কোনও সময়
পাল্টি খাবে আবাহাওয়া!
বন্যা থেকে ঝোড়ো হাওয়া!
জারি হলুদ সতর্কতা!
কোন কোন জেলায়
ঘাপটি মেরেছে বিপদ!
তোলপাড় করা ওয়েদার রিপোর্ট!
বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। ঘনিয়ে আসছে তোলপাড় করা দিন। ফুলে ফেঁপে উঠছে বিপদ। এবার বিপদের মাত্রা আরও বেশি। কারণ বাংলার দু দিকে চোখ রাঙ্গাচ্ছে দুটি ভয়ানক ঘূর্ণাবর্ত। উন্মাদ হতে চলেছে আবাহাওয়া। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করতে আরম্ভ করেছে ঘূর্ণাবর্ত দুটি। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত দুটি শক্তি সঞ্চয় করবে। ধারণ করবে মারাত্মক আকার। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত দুটির অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এটি বাংলা সংলগ্ন ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত হবে। ফলে বাংলায় এর চরম প্রভাব পড়বে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এই ঘূর্ণাবর্ত দুটি যতক্ষণ জলের উপর থাকবে ততক্ষণই মারাত্মক শক্তি সঞ্চয় করবে।
ঘূর্ণাবর্তের জেরে কলকাতার আবাহাওয়াতেও ব্যাপক বদল আসবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছুদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাতের সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি হলেও, জলীয় বাষ্পের কারণে আদ্রতাজনিত অস্বস্তি ও গরম বজায় থাকবে। কলকাতা সংলগ্ন এলাকায় আগামী বেশ কিছুদিন ভালোই বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই কদিন হাওয়ার গতিবেগও বেশি থাকবে। ৫০ কিমি বেগে বইবে ঝোরো হাওয়া। দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি। সাধারণ মানুষদের সাবধানে থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের চেয়েও এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা অধিক। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা।
Leave a Reply