মোদি সরকারের দুর্দান্ত প্রকল্প! যেখানে দেওয়া হচ্ছে টাকার থেকেও মূল্যবাণ দামী কিছু, যার ক্ষমতা অর্থের চেয়েও বেশি! কি নাম প্রকল্পটির?
মোদি সরকারের দুর্দান্ত প্রকল্প!
যেখানে দেওয়া হচ্ছে
টাকার থেকেও মূল্যবাণ দামী কিছু!
যার ক্ষমতা
অর্থের চেয়েও বেশি!
জীবনেও ফুরোবে না
এই প্রকল্পের পরিষেবা!
মুনাফা পাবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত!
নাম ওঠালেই মালামাল!
লাভ ওঠাচ্ছেন লাখ লাখ মানুষ!
কি নাম প্রকল্পটির?
কাদের জন্য এই সুবিধা?
রাজ্য থেকে কেন্দ্র নানান সময় নানান ধরনের প্রকল্প চালু করে। বেশিরভাগ প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। কিন্তু এই আর্থিক সাহায্যই বা কতদিন কাজে লাগে! টাকা মাটি, মাটি টাকা। একটা পর্যায়ে আর্থিক সাহায্যও শেষ হয়ে যায়। তাছাড়া কোনও প্রকল্পই তো আর আজীবনের জন্য নয়। কেমন হয় আজীবনের জন্য একটি প্রকল্প যদি চালু করা হয়। যেখান থেকে শেষ নিঃশ্বাস অবধি দেওয়া হবে সুবিধা। আর্থিক থেকে সার্বিক সমস্ত সুবিধাই মিলবে সেই প্রকল্প থেকে। সেই স্বপ্ন বাস্তবায়ন করল নরেন্দ্র মোদী। টাকার থেকেও দামী ও মূল্যবান কিছু দেবে এমন একটি প্রকল্প নিয়ে এলো কেন্দ্র। যা এক কথায় নজিরবিহীন। অন্যান্য প্রকল্পের চেয়েও অনেক আলাদা এটি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকেও হার মানাবে । কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের সুবিধা আপনি আজীবন ভোগ করতে পারবেন। এই সুবিধা বা পরিষেবা দীর্ঘমেয়াদী। একবার এই প্রকল্পের আওতায় এলেই শেষ নিঃশ্বাস পর্যন্ত মুনাফা অর্জন করতে পারবেন। ইতিমধ্যেই মোদী সরকারের এই প্রকল্পটি থেকে লাভবান হচ্ছে লাখ লাখ উপভোক্তা।
কি নাম প্রকল্পটির?
প্রকল্পটির নাম, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojana)। সংক্ষেপে PMKVY। প্রকল্পটি ২০১৫ সালে একবার চালু হয়। দীর্ঘ বিরতির পর আবার চালু হয়েছে।
যোগ্যতাঃ
১৫ থেকে ৫৯ বছর বয়স হতে হবে।
প্রকল্পটির উদ্দেশ্যঃ-
এক, প্রধান ও প্রথম উদ্দেশ্য, দেশের স্বল্প শিক্ষিত, অর্থাৎ যারা পড়াশুনো বেশিদূর করতে পারেননি, সেই সমস্ত যুবক এবং যুবতীদের পছন্দের বিষয়ে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। যাতে বেকার না থাকে। তাদেরকে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড় করানোটাই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অন্যতম লক্ষ্য।
দুই, দেশের সমগ্র যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা।
তিন, অন্যান্য প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়, সেই সুবিধা বরাদ্দ কিছু সময়ের জন্য। কিন্তু কেন্দ্র সরকারের এই পরিষেবা যেখানে কারিগরি জ্ঞান দেওয়া হয়, তা আর্থিক সহায়তার থেকেও অনেক বড়। কারণ কারিগরি শিক্ষা অর্জন করে লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বেশি অর্থ উপার্জন সম্ভব। ফলে এই প্রকল্পটি সবচেয়ে বেশি লাভজনক।
প্রকল্পটির সুবিধাঃ-
এক, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনে প্রশিক্ষণ চলাকালীন সরকারিভাবে প্রত্যেক উপভোক্তাদের প্রায় আট হাজার টাকা করে দেওয়া হয়।
দুই, এই প্রকল্পে প্রশিক্ষণ গ্রহণকারীকে কোনও প্রকার অর্থ খরচ করতে হয় না।
তিন, প্রশিক্ষণ কোর্স শেষ হওয়ার পর প্রার্থীদের একটি অফিসিয়াল শংসাপত্র দেওয়া হয়। যা সরকারি এবং বেসরকারি অর্থাৎ সম্পূর্ণ দেশের মান্যতা পায়।
চার, এই শংসা পত্রের সাহায্যে, প্রার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়ে থাকে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইন আবেদন প্রক্রিয়া-
• প্রথমে pmkvyofficial লিখে, ক্লিক করে অফিসিয়াল ওয়েব সাইটে আসুন।
( ফুটেজ ১ )
• এরপর ডানদিকে নিচে Quick links অপশনে ক্লিক করুন। এবং সেখানে skill India অপশনে ক্লিক করুন।
( ফুটেজ ২ _)
• এরপর একটি নতুন ওয়েবসাইটে চলে আসবে যেখানে দেখতে পাবেন, skillindia.gov.in।
• ওয়েবসাইটটিতে নিচে স্ক্রোল করে Register Now অপশনে ক্লিক করুন।
( ফুটেজ ৩ )
• আপনার সামনে যে পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য ফিলাপ করুন। অভিভাবকের নাম, জন্মতারিখ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ঠিকানা সঠিকভাবে লিখুন।
• এরপর কোন চাকরির জন্য ট্রেনিং নিতে চান সেটি সিলেক্ট করুন। করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এরপর এই প্রকল্পের অফিসিয়াল কর্মকর্তারা আপনার সাথে যোগাযোগ করে নেবেন।
এই প্রকল্পের সাহায্যে যেহেতু জ্ঞান ও কারিগরি দক্ষতা প্রদান করা হয়, তাই এই বলা হচ্ছে এই প্রকল্পটির মেয়াদ আজীবনের। একবার এই জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করলেই আজীবন আপনি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে খেয়ে পরে বাঁচতে পারবেন।
Leave a Reply