চিনের কপালে শনির দশা! শুরু হল বেকারত্বের মহামারী, চাকরির আকাল! কোন পথে চিনের ভবিষ্যৎ? কীভাবে বাঁচাবে নিজেদের?
চিনের কপালে শনির দশা!
শুরু হল বেকারত্বের মহামারী!
ভয়ংকর চাকরির আকাল!
কাজের অভাবে
রাস্তায় রাস্তায়
ঘুরছে বেকার যুবক যুবতীরা!
শিক্ষিত হয়েও
মিলছে না কোনও কাজ!
তলানিতে চায়না সরকারের কোষাগার!
কোন পথে চিনের ভবিষ্যৎ?
কীভাবে বাঁচাবে নিজেদের?
বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর মধ্যে একটি হল চিন। বুদ্ধিমত্তা, নেতৃত্বদান, শক্তি প্রদর্শন সব দিক থেকেই সেরা।চিনের সাথে পাঙ্গা নেওয়ার আগে দুবার ভাবে যে কোনও দেশ। কিন্তু সেই চিনেই এখন করুণ পরিস্থিতি। এক সময় অর্থনীতিতে চাঙ্গা থাকলেও বর্তমানে নড়বড়ে চিনের আর্থিক পরিকাঠামো। যার ফল ভোগ করছে চিনের তরুণ প্রজন্ম। চায়না সরকারের কোষাগারে টাকার পরিমাণ কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে দেশটিতে। বিভিন্ন সেক্টরের লাফিয়ে লাফিয়ে বাড়ছে কর্মী ছাঁটাই। কোথাও কাজ দেওয়া বন্ধ, তো কোথাও আবার কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। বেতন কমানোর খবর আসছে।
এর ফলে ১৬ থেকে ২৪ বছরের তরুণ ছেলে মেয়েরা চিনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেশটির আনাছে কানাচে চাকরির হাহাকার। পরিসংখ্যান বলছে, দেশটিতে ২১.৩ শতাংশের হাতে কোনও কাজ নেই। প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। ২০১৮ থেকে চিনে বেকারত্বের পরিসংখ্যা প্রকাশ হয়েছে আসছে। তবে সাম্প্রতিক সময়ের এই পরিসংখ্যান সবচেয়ে ভয়ংকর। হঠাৎ দেশটিতে চাকরির আকাল পড়ল কেন! এর নেপথ্য কারণ হিসেবে জানা যাচ্ছে, করোনা পরবর্তীকালীন দেশটির বেশ কিছু সিদ্ধান্তের ফলেই নাকি এহেন পরিস্থিতি। তাছাড়া চায়না সরকার সমস্ত কাজ রোবট ভিত্তিক করে ফেলায়, সেখানে মানুষের গ্রহণ যোগ্যতাও অনেকটাও কমে গেছে।
এদিকে বেকারত্বের সাথে সাথেই কমেছে অর্থনীতির মানদন্ড। আগের তুলনায় সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে দেশটির অর্থনীতি। বিশ্ব মানচিত্রে তলানিতে চলে আসছে চিন। চিনের দাপট কমে আসছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কোন পথে হাঁটবে চিন সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
Leave a Reply