সারদাকাণ্ডের মাথা মমতা ব্যানার্জি! সরাসরি দাবি শুভেন্দু অধিকারীর, দু তিনদিনের মধ্যেই ফাঁস করবেন প্রমাণ

সারদাকাণ্ডের মাথা মমতা ব্যানার্জি! সরাসরি দাবি শুভেন্দু অধিকারীর, দু তিনদিনের মধ্যেই ফাঁস করবেন প্রমাণ

সারদাকাণ্ডের মাথা
মমতা ব্যানার্জি!
সবচেয়ে বড় সুবিধাভোগী!

আগা থেকে গোঁড়া
ওতপ্রোতভাবে যুক্ত!

সরাসরি দাবি
শুভেন্দু অধিকারীর!

দু তিনদিনের মধ্যেই
ফাঁস করবেন প্রমাণ!
উত্তপ্ত বঙ্গ রাজনীতি!

বাংলায় যত দুর্নীতি ঘটেছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত সারদা কাণ্ড। এক সময় এই দুর্নীতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ফের একবার উঠে এলো সারদা কাণ্ডের নয়া মোড়। এবার সারদা কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের পর পর এমন একটি মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। সারদাকাণ্ডে ওতপ্রোতভাবে যুক্ত মমতা ব্যানার্জি। এমন দাবি সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা দুর্নীতিতে মমতার যোগ থাকার প্রমাণও নাকি রয়েছে শুভেন্দুর হাতে। এখানেই থেমে থাকেননি। সারদা কাণ্ডে, মমতার কোথায় কোথায় হাত রয়েছে সেই সমস্ত তথ্যও দিন কয়েকের মধ্যেই সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের হাতে তুলে দেওয়ার কথাও জানান তিনি।

বিরোধী দলনেতার কথায়-

‘আগামী ২-৩ দিনের মধ্যে নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে CBI-এর জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব।’ আরও বলেন, শুধু সারদা কাণ্ড নয়, পাবলিক সার্ভিস কমিশন ও ওয়েবেলের দুর্নীতির প্রমাণও রয়েছে তার কাছে।

আচমকা শুভেন্দু বাবুর এহেন মন্তব্যে ঝড় উঠেছে রাজনীতির অন্দর মহলে। এবার কি ইডি সিবিআইয়ের নজর ঘুরবে সারদা কাণ্ডে! এত বছর কি আবারও গতি পাবে সারদা কেলেঙ্কারি! এমনটাই জল্পনা শুরু হয়েছে আমজনতার মনে। তবে শুভেন্দু বাবুর মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের সমর্থকেরা জানান বিতর্ক তৈরি করতে, মুখ্যমন্ত্রীর বদনাম করতেই নাটক সাজানো হচ্ছে। প্রমাণ থাকলে শুভেন্দু বাবু আগেই জমা দিতেন।

২০১৩ সালে প্রকাশ্যে আসে সারদা দুর্নীতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত দুর্নীতি। এই দুর্নীতির কিনারা করতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ক্রমশ এগোয় তদন্ত। একে একে গ্রেফতার হন অনেকেই। এক পর্যায়ে তদন্ত হাওয়ায় মিলিয়ে যায়। একে একে সবাই ছাড়া পেয়ে যায়। শুধু আটক রয়েছে, সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। এই নিয়ে অনেক বিতর্ক ওঠে। বামেদের দাবি, বিজেপির সাহায্যেই নাকি বন্ধ হয়ে যায় সারদা তদন্ত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *