ভারতের দেখাদেখি ‘চন্দ্রযান’ লঞ্চ করল পাকিস্তান! ইসরোকে ছাপিয়ে গেল শত্রু দেশ, নেট মাধ্যমে ভাইরাল পাকিস্তানের কাণ্ড

ভারতের দেখাদেখি ‘চন্দ্রযান’ লঞ্চ করল পাকিস্তান! ইসরোকে ছাপিয়ে গেল শত্রু দেশ, নেট মাধ্যমে ভাইরাল আজব কাণ্ড

ভারতের দেখাদেখি ‘চন্দ্রযান’
লঞ্চ করল পাকিস্তান!

কম খরচে, অল্প সময়ে
চাঁদে পাঠাল সুবিশাল রকেট!

ইসরোকে ছাপিয়ে গেল
শত্রু দেশ!

নেট মাধ্যমে ভাইরাল
আজব কাণ্ড!

গুণে গুণে তৃতীয়বার চাঁদের উদ্দেশ্যে রওনা দিল ভারত। প্রথম দুবারের ধাক্কা সামলে এবার হাত বাড়াল চন্দ্রযান ৩। ভারতের এই উদ্যোগ দেখে, থেমে থাকতে পারেনি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। চন্দ্রযান ৩ কে কেন্দ্র যখন গোটা বিশ্বজুড়ে হৈ হৈ, ঠিক সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানও লঞ্চ করে নিল নিজেদের চন্দ্রযান। ভারতের দেখাদেখি তারাও নেমে পড়ল মাঠে। কিন্তু পাকিস্তান চন্দ্রযান লঞ্চ করল আর কেউ ঘুণাক্ষরেও টের পেল না। এ আবার কেমন কথা! পাকিস্তানের চন্দ্রযান লঞ্চের মত ঘটনায় কোনও শোরগোল নেই! ভারতের চন্দ্রযান লঞ্চের ঘটনায় দেশ দুনিয়া কাঁপছে, সেখানে পাকিস্তান কি না চুপচাপ! তাছাড়া চন্দ্রযান মিশনে খরচ হয় কোটি কোটি টাকা! দেউলিয়া পাকিস্তান এত টাকা পেল কোথায়! স্বাভাবিকভাবে এমন ঘটনা চমকে দিয়েছে সবাইকে। তবে চমকের এখানেই শেষ নয়। চমক তো সবে বাকি।

ভারত এত কাড়ি কাড়ি টাকা খরচ করেও যা পারেনি, তাই করে দেখাল দেউলিয়া পাকিস্তান। এখনও লঞ্চ হয়নি ভারত
চন্দ্রযান। চাঁদের মাটিতে স্পর্শ করতে এখনও ৪০ দিন বাকি। অথচ পাকিস্তান মাত্র ৫ মিনিটে লঞ্চ করল বিশালাকার মহাকাশ যান। এই মহাকাশযান লঞ্চ করতে ভিড় হাজার হাজার মানুষ। লাল, সবুজ রঙের চন্দ্রযান চোখের নিমেষে উড়ে গেল আকাশের দিকে। আপনি কি ভাবছেন এটি কোনও বাস্তব ঘটনা। একেবারেই না! প্রতিবেশী একটি রাষ্ট্র চাঁদে পাড়ি দেবে আর পাশের দেশ হয়ে আমরা জানব না। আসলে এই সম্পূর্ণ দাবিটি আমাদের নয়। এমন দাবি করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। যাকে কেন্দ্র করে রীতিমত হাসির রোল পড়েছে নেট মাধ্যমে। ভিডিওটি দেখেলেই হাসতে হাসতে গড়াগড়ি খাবেন আপনিও।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের এই ভিডিওটি অনেক দিন আগের। পুরনো একটি ভিডিও। চন্দ্রযান ৩ লঞ্চ করার পরেই নতুন করে প্রকাশ্যে আসে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে লাল, সবুজ রঙে বড় একটি এয়ার বেলুন। তার নীচে আগুন ধরিয়ে আকাশে উড়িয়ে দেওয়া হয়। আর সেই দৃশ্যে সাক্ষী অগণিত মানুষ। তাদের উচ্ছাসাও চোখে পড়ার মতই। নেট নাগরিকরাই ভিডিওটিকে ভাইরাল করে। বিভিন্ন নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে লিখছেন –

( লেখায় দেখাবে )

‘ভারতের দেখাদেখি পাকিস্তানও চন্দ্রযান লঞ্চ করল।’

ব্যাস এর পরেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি। শুধু তাই নয় মজার মজার কমেন্ট ও ক্যাপশন দিয়ে শেয়ার হতে থাকে ভিডিওটি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *