কতদূর পৌঁছাল চন্দ্রযান ৩? এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে? প্রকাশ্যে ইসরোর লেটেস্ট আপডেট

কতদূর পৌঁছাল চন্দ্রযান ৩? এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে? প্রকাশ্যে ইসরোর লেটেস্ট আপডেট

কতদূর পৌঁছাল চন্দ্রযান ৩?
এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে?

চাঁদের কতটা কাছাকাছি
ভারতের চন্দ্রযান?
কতধাপ এগোল?

প্রকাশ্যে ইসরোর
লেটেস্ট আপডেট!

চন্দ্রযান ৩ কে কেন্দ্র করে উত্তেজিত গোটা দেশ। উৎকণ্ঠায় কাটাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড। কি হবে,কি ঘটবে – এই নিয়েই মনে মনে চলছে দোটানা। কারণ চন্দ্রযান ১ ও ২ ব্যর্থ হওয়ার দীর্ঘ ৪ বছর পর লঞ্চ হয়েছে চন্দ্রযান ৩। দু দুবারের ব্যর্থতাকে জয় করতে চন্দ্রযান ৩ এর সূচনা। ১৪০ কোটি ভারতবাসীর আশা, ভালোবাসা ও প্রার্থনা নিয়ে চাঁদের বুকে পাড়ি জমিয়েছে চন্দ্রযান ৩। এই মহাকাশ যাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। অনেকেই জানতে চাইছেন এই মুহূর্তে কোথায় রয়েছে চন্দ্রযান ৩, কি অবস্থায় রয়েছে সেটি।

নানান প্রশ্ন ও সংশয়ের মাঝে বড়সড় একটি পোস্ট সামনে আনলেন ইসরো প্রধান। যা নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে আমজনতার মধ্যে। পোস্টটি করা হয়েছে, ৪৮ ঘণ্টা পর চন্দ্র যান ৩ এর অবস্থান কোথায় রয়েছে সেই সম্পর্কে। ১৫ জুলাই রাত্রি ৯:০৬ মিনিটে এই আপডেটটি সামনে নিয়ে আসে ইসরো। চন্দ্রযানটির একটি বর্তমান ফটো সামনে আনা হয়েছে। সেই সাথে জানানো হয়েছে, চন্দ্রযানটির স্বাস্থ্য ভালো রয়েছে। প্রথম কক্ষপথটি সফলভাবে পেরিয়ে গেছে চন্দ্রযান ৩। এই মুহূর্তে ভারতের চন্দ্রযানটি ৪১৭৬২x১৭৩ কিমি কক্ষপথজুড়ে অবস্থান করছে। ইসরোর দেওয়া আপডেট থেকে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে সফলতার দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩। তবে চূড়ান্ত সফলতা দেখতে আরও ৩৮ দিন বাকি।

ভারতের পাশাপাশি গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের চন্দ্রযান ৩ এর দিকে। যদি চন্দ্রযান ৩ সফল হয় তাহলে ভারত হবে চতুর্থ চন্দ্রজয়ী দেশ। কারণ এখনও পর্যন্ত, চাঁদে মহাকাশযান অবতরণ এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর ক্ষেত্রে সফলতা পেয়েছে বিশ্বের মাত্র তিনটি দেশ। আমেরিকা, রাশিয়া এবং চীন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *