তৃণমূলের বিজয় সম্মেলনে নর্তকীদের কুরুচিকর নাচ! ভিডিও প্রকাশ্যে আসতেই হুলস্থুল কাণ্ড
তৃণমূলের বিজয় সম্মেলনে
নর্তকীদের কুরুচিকর নাচ!
ছোট ছোট পোশাক!
খোলা মেলা বুক!
উচ্চস্বরে ডিজে!
চটুল নাচের আসরে
বাচ্চা বুড়োর ধাক্কাধাক্কি!
ভিডিও প্রকাশ্যে আসতেই
হুলস্থুল কাণ্ড!
কান ফাটানো শব্দ মাত্রায় বাজছে ডিজে বক্স। কেউ কারো কথার শোনার জো নেই। চারদিকে গিজ গিজ করছে ভিড়। বয়স্ক থেকে বাচ্চা সবাই এক জোট। কি করছে সবাই একত্রিত হয়ে! দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছে। একেবারে উদ্দাম নাচ যাকে বলে। কোমর দুলিয়ে, বুকের পাঁজর বার করে কি বীভৎস সেই নাচ! নাচের না আছে কোনও মুদ্রা, না আছে কোনও তাল। গানের কথা তো ছেড়েই দিন! এত আনন্দ উল্লাস কোনও বিয়ে বাড়ি নয়, এটা ছিল পঞ্চায়েত ভোটে জয় পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের উল্লাস। এমন দৃশ্যের সাক্ষী থাকল, আমডাঙার শশিপুর এলাকা। যে দৃশ্য সোজা কথায় কোনও ভদ্র সমাজের নয়।
চটুল নাচ আর গানের মধ্যে দিয়ে এভাবেই বিজয় উল্লাসে সামিল হল আমডাঙার টিএমসি কর্মী সমর্থকেরা। জানা যাচ্ছে সেখানে জয় পেয়েছে ৫৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী আজমিরা খাতুন। ১৯৯ ভোটে জয়লাভ করেছেন শাসকদলের ওই প্রার্থী। এরপরই পরিবার পরিজন সমেত এলাকার লোকজনদের মনোরঞ্জন করতে ব্যবস্থা করেন দৃষ্টি কটু নাচ গানের আসর। চালানো হয় কুরুচিকর শব্দ যুক্ত গান। এরপর শুরু হয় কুরুচিপূর্ণ নাচ। ছোট ছোট কাপড় পড়ে, বক্ষ বিভাজিকা প্রদর্শন করে নাচ প্রদর্শন করে তৃতীয় লিঙ্গের নর্তকীরা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একেবারে ছোট ছোট কাপড়ে, কুরুচিকর ইঙ্গিতে অঙ্গ ভঙ্গি করছে বৃহন্নলা নরথকিরা। সাথে তাল মেলাচ্ছেন কর্মী সমর্থকেরা। দেদার উড়ছে সবুজ আবির। আর এই নাচ গান দেখে আশে পাশের বাড়ির ছাদেও ভিড় জমিয়েছেন অনেকেই।
Leave a Reply