চন্দ্রযাণের বিজ্ঞানী

চন্দ্রযান হোক বা মঙ্গলযান ঝাঁসির রানীর মত নেতৃত্ব দিয়েছেন তিনি! চেনেন ভারতের রকেট ওম্যানকে?

চন্দ্রযান হোক বা মঙ্গযান
ঝাঁসির রানীর মত নেতৃত্ব দিয়েছেন তিনি

মহিলা হয়েও
একা হাতে সামলেছেন
চন্দ্রযান ৩ এর গোটা নেতৃত্ব

ইসরোকে নিয়ে গেছেন এক
নতুন উচ্চতার শিখরে

চেনেন
ভারতের রকেট ওম্যানকে?

সারাক্ষণ বিশাল বড় একটি স্ক্রিনে চোখ রেখে দিন কাটাচ্ছেন বিজ্ঞানীরা। এক মুহূর্তের জন্যও চোখ সরছে না চন্দ্রযান ৩ এর ওপর থেকে। কোথায় কোন দিকে যাচ্ছে, কি রকম গতিবিধি চন্দ্রযানের নোট করছেন গবেষণাকারী দল। আর এই সমস্ত কাজ পরিচালনা করছেন একজন মহিলা। যিনি চন্দ্রযান ৩ এর মাস্টারমাইন্ড। হ্যাঁ, একদমই তাই। ভারতের তৃতীয় চন্দ্রমিশনে নেতৃত্বদানকারী এই মহিলার নাম ঋতু করিধাল শ্রীবাস্তব। যাকে ভারতের রকেট ওম্যান বলা হয়। বর্তমানে তিনি ইসরোর সিনিয়র বিজ্ঞানী। এই প্রথম নয়, এর আগেও তিনি দুটি বড় বড় প্রজেক্টের পিছনে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে একটি, মার্স অরবিটার মিশন অপরটি মঙ্গলযান।

এক নজরে দেখুন ঋতু করিধাল শ্রীবাস্তব সম্পর্কে ৫টি অজানা তথ্য-

এক, ঋতু করিধালের জন্ম লখনৌতে। সেখানেই তার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষা অর্জন।

দুই, এরপর যোগ দেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশনে। ধীর ধীরে হয়ে ওঠেন একজন বিশিষ্ট বিজ্ঞানী।

তিন, মঙ্গলযান ও অন্যান্য মহাকাশ মিশনের কাজের জন্য ভারতের ‘রকেট ওম্যান’ হিসেবে পরিচিতি পান এই নারী।

চার, ১৯৯৭ সালে তিনি যোগ দেন ISRO-তে। কর্মদক্ষতা ও মেধার জন্য তিনি একাধিক পুরষ্কার লাভ করেন। যথাক্রমে –

২০০৭ সালে ISRO ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড

২০১৫ সালে ISRO টিম অ্যাওয়ার্ড, ASI টিম অ্যাওয়ার্ড

২০১৭ সালে অ্যারোস্পেসে উইমেন অ্যাচিভারস অ্যাওয়ার্ড

পাঁচ, আন্তর্জাতিক এবং জাতীয় প্রকাশনায় একাধিক গবেষণা কার্য চালিয়েছেন এই নারী।

ছয়, ৪০ বছর বয়সেই তিনি কাজ করেছেন একাধিক স্বনাম ধন্য প্রজেক্টে। যথাক্রমে-

দ্য মার্স অরবিটার মিশন, The Mars Orbiter Mission
দ্য চন্দ্রযান ওয়ান মিশন The Chandrayaan-1 Mission,
দ্য চন্দ্রযান টু মিশন The Chandrayaan-2 Mission,
বর্তমানে রয়েছেন চন্দ্রযান ত্রি মিশনে

ভারতীয় চন্দ্র অভিযানের নেপথ্যে একজন মহিলার নেতৃত্ব দান, গোটা দেশের নারী জাতির কাছে এক গর্ববোধের বিষয়। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ঋতু করিধালের পরিবার চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপণ উদযাপন করছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *