সফল হবে না চন্দ্রযান ৩? ব্যর্থ হবে গোটা মিশন? ISRO প্রধানের মন্তব্যে শোরগোল ভারত জুড়ে, ঠিক কি বলেছেন তিনি?

চন্দ্রযান ৩ সফল হবে নাকি ব্যর্থ? ইসরো প্রধানের মন্তব্যে শোরগোল দেশজুড়ে

চন্দ্রযান ৩
সফল হবে নাকি ব্যর্থ?

পারবে কি চাঁদের মাটিতে
ল্যান্ডিং করতে?

ইসরো প্রধানের মন্তব্যে
শোরগোল দেশজুড়ে
ঠিক কি বলেছেন তিনি?

শুরু হয়েছে কাউণ্টডাউন! চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ এর অবতরণ সময়ের অপেক্ষা মাত্র। দু দুবার লক্ষ্যে পোঁছতে না পেরেও হাল ছাড়েনি ইসরো। এই নিয়ে তৃতীয় বার চাঁদের সঙ্গে বন্ধুত্ব করতে, মহাকাশের বুকে পাড়ি জমাল চন্দ্রযান ৩। এবারও কি ফিরিয়ে দেবে চাঁদ, নাকি মেলাবে হাত ? আরও কিছু সময় পর বেরিয়ে আসবে উত্তর। এই মিশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার কমতি নেই। হবে নাই বা কেন, যে প্রান্তে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩, এখনও কেউ পৌঁছাতে পারেনি সেই স্থানে। ফলে বাড়তি উন্মাদনা থাকাটাই স্বাভাবিক। তাছাড়া এই মিশন সফল হলে, ভারতের ইতিহাসে যুক্ত হবে এক নতুন অধ্যায়। যে অধ্যায় সফলতার গল্প বলবে, প্রচেষ্টার পথ দেখাবে, ব্যর্থতা থেকে শিক্ষার কথা শোনাবে। মানুষ যখন নব ইতিহাসের সাক্ষী হতে বিভোর তখন ইসরোর চেয়ারম্যান সোমানাথ এমন কথা বললেন, যা চিন্তা বাড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে। এমনকি চন্দ্রযান ৩ এর সফলতা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ঠিক বলেছেন তিনি?

চন্দ্রযান ৩ সম্পর্কে বলতে গিয়ে তিনি একটি মন্তব্য করেন। তিনি বলেছেন-

‘চন্দ্রযান-২ এ থাকা সাফল্য-ভিত্তিক নকশার পরিবর্তে, আমরা চন্দ্রযান-৩-এ ব্যর্থতা-ভিত্তিক নকশা করছি। কিভাবে সব ব্যর্থ হতে পারে, এবং কিভাবে এটি রক্ষা করা যায়, এই পদ্ধতিটিই আমরা নিয়েছি…।”

অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, চন্দ্রযান ২ এর ক্ষেত্রে শুধুমাত্র সফলতার কথাই ভাবা হয়েছে। এক্ষেত্রে কোনও রকম বাধা বিঘ্ন কিংবা ব্যর্থতা যে আসতে পারে সেই নিয়ে কোনও পরিকল্পনাই নেওয়া হয়নি। আপৎকালীন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সেই সময়। কিন্তু চন্দ্রযান ৩ এর ক্ষেত্রে এই ভুল করা হবে। চন্দ্রযান ৩ এর নকশা ব্যর্থতার কথা ভেবেও বানানো হয়েছে। এক্ষেত্রে আপৎকালিন বন্দোব্যস্তও করা হয়েছে।

এদিকে বিষয়টির অর্থ বুঝতে না পেরে কেউ কেউ ভাবছেন চন্দ্রযান ৩ এর নকশায় ব্যর্থতা রয়ে গিয়েছে। অনেকে ভাবা শুরু করেছেন চন্দ্রযান ৩ ব্যর্থ হবে। বিষয়টি একেবারেই তা নয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *