জানেন কত তারিখ চাঁদে পৌঁছাবে চন্দ্রযান ৩? কোন পথে ধরে এগোচ্ছে এই যান? বড়সড় আপডেট দিল ISRO, জানিয়ে দিল চাঁদের নামার দিনক্ষণ
কত তারিখ চাঁদে পৌঁছাবে চন্দ্রযান ৩?
জানেন কোন পথে ধরে এগোচ্ছে এই যান?
যে স্থানে নামবে চন্দ্রযান ৩
সেখানে এখনও কেউ পৌঁছায়নি!
ঝুঁকি নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে ভারত!
বড়সড় আপডেট দিল ISRO!
জানিয়ে দিল চাঁদের নামার দিনক্ষণ!
সফলভাবে পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করেছে চন্দ্রযান ৩। আগের দু বারের মত বুক ধুরু ধুরু অবস্থা নেই বিজ্ঞানীদের। অনেকটা সময় পেরিয়ে, যে রিপোর্ট হাতে এসেছে, তাতে উল্লেখ – অল ইস ওয়েল! সব কিছু ঠিক ঠাক। এমনটা চলতে থাকলে চাঁদের মাটি ছোঁয়া কেবল সময়ের অপেক্ষা। ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আর ১৪০ কোটি ভারতবাসীর বিশ্বাস ও প্রার্থনাকে ভর করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান ৩।
কোন পথ ধরে এগোবে চন্দ্রযান ৩?
চন্দ্রযান ১ ও ২ কার্যকরী না হওয়ায়, অনেকের মনেই প্রশ্ন চন্দ্রযান ৩ কোন পথে পাঠানো হচ্ছে। এই অভিযান যাতে ব্যর্থ না হয় তার জন্য কি আলাদা করে কোনও রাস্তা বের করা হয়েছে! একেবারেই না। চন্দ্রযান ২ এর রাস্তা ধরেই এগোবে চন্দ্রযান ৩। যেহেতু ওই পথ ধরে ইতিমধ্যেই যাওয়া হয়েছে। ফলে পথটি চেনা হয়ে গেছে। এই পথ দিয়ে গেলে কি কি প্রতিকূলতা আসতে পারে বা না পারে সেই সম্পর্কেও ধারণা অর্জন করেছে ইসরো। তবে পরিস্থিতি বেগতিক মনে হলে, অবশ্যই রাস্তা পরিবর্তন করা হবে জানিয়েছে ইসরো আধিকারিকেরা ।
চাঁদের মাটিতে কবে নামবে চন্দ্রযান ৩?
চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছাতে ৪০ দিন মত সময় নেবে। ইসরো কর্তারা জানাচ্ছেন চন্দ্রযান তিন’কে চন্দ্রপৃষ্টে সফট ল্যান্ড করানো হবে। চাঁদের দক্ষিণ মেরুতে এটি ল্যান্ড করবে। চাঁদের এই প্রান্তটিতে এখনও পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। ২৪ আগস্ট চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছোঁবে। তবে এই সম্পূর্ণ বিষয়টি সম্ভাবনার মধ্যে রাখা হয়েছে। কারণ পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপে বদল আনা হতে পারে। এখন সব কিছুর উপরে একটাই লক্ষ্য নিরাপদে সফলভাবে চাঁদের বুকে চন্দ্রযান-৩ কে ল্যান্ড করানো।
Leave a Reply