শ্রাবণ মাসে এই ৫ টি শিব স্বপ্ন দেখলেই দ্রুত জেগে উঠুন! বোঝার চেষ্টা করুন ভোলেনাথের বিশেষ সংকেত, মহাদেবের কোন স্বপ্ন কিসের কারণ! কি বলছে শাস্ত্র?
শ্রাবণ মাসে
এই ৫ টি শিব স্বপ্ন দেখলেই
দ্রুত জেগে উঠুন
চিনতে শিখুন ভোলেনাথের
বিশেষ সংকেত
আসবে প্রচুর অর্থ-যশ!
বাড়বে সুখ সমৃদ্ধি!
দূর হবে সকল বিপদ!
মহাদেবের কোন স্বপ্ন
কিসের কারণ!
দেখুন কি বলছে শাস্ত্র
শিব ঠাকুরের প্রিয় মাস শ্রাবণ মাস। শাস্ত্রমতে এই মাসটি শিবকে সন্তুষ্ট করার সুবর্ণ সুযোগ। বার বার আসে না এই সুযোগ। যারা ভক্তি ভরে এই মাসে মহাদেবের আরাধনা করে, তাদের প্রতি মহাদেব ও পার্বতীর কৃপা বর্ষিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিব ও পার্বতী শ্রাবণ মাসে মর্তে বিরাজ করেন। নানা ভাবে ভক্তদের পরীক্ষাও নেন। এই মাসে শিব সম্পর্কিত স্বপ্ন দেখা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক। কেউ যদি শিব সম্পর্কিত কোন স্বপ্ন দেখে বুঝতে হবে স্বয়ং শিব ঠাকুর কোনও বার্তা দিচ্ছেন। এর মানে শিব ঠাকুর প্রসন্ন হয়েছেন। শিব ও তার সঙ্গে সম্পর্কিত কোন স্বপ্ন কিসের ইঙ্গিত জেনে নিন –
ত্রিশূলঃ শাস্ত্র মতে কেউ যদি স্বপ্নে শিবের ত্রিশূল দেখে তাহলে তার প্রতি মহাদেব দয়ালু হয়েছেন। কারণ শিব তার ত্রিশূল দিয়ে ভক্তদের রক্ষা করেন, দুষ্টুদের দমন করেন। তাই ত্রিশূল দেখলেই নিজেকে ভাগ্যবান মনে করুন।
ডমরুঃ মহাদেবের হাতে সর্বদা ডমরু থাকে। শুভ কিছু ঘটলেই মহাদেব এই ডমরু বাজান। তাই স্বপ্নে ডমরু দেখা মানেই জীবনে শুভ সময় আসতে আর বেশি দেরী নেই। মঙ্গল বার্তা আসার ইঙ্গিত দেয় স্বপ্নে দেখা ডমরু।
নন্দীঃ শিবের বাহন নন্দী। শিবের বাধ্য ও প্রকৃত ভক্ত বলেই নন্দীকে বাহনের মর্যাদা দিয়েছেন মহাদেব। তাই স্বপ্নে নন্দীকে দেখা মানেই আপনি মহাদেবের কৃপা লাভ করছেন।
সাপঃ হিন্দু শাস্ত্র মতে, স্বপ্নে সাপ দেখা খুবই মঙ্গল জনক। সাপ শিবের গলা জড়িয়ে থাকে। মহাদেবের প্রিয়। স্বপ্নে সাপ দেখলে আয় উন্নতি বাড়ে, টাকা পয়সা উপার্জন বাড়ে।
শিব মন্দিরঃ স্বপ্নে শিব মন্দির সবাই দেখে না। স্বপ্নে শিব মন্দির দেখা খুবই ভালো খবর। এই ধরনের স্বপ্ন দেখলেই বুঝতে হবে ভগবানের কাছে আপনার মিনটি পোঁছে গেছে। যারা এই স্বপ্ন দেখবে তাদের সংসারে সুখ শান্তি ফিরবে, লক্ষ্মী ফিরবে। আয় উন্নতি বাড়বে।
Leave a Reply